মুম্বই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দু'বারের চ্যাম্পিয়ন ভারত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে জিতেছিল ভারত। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ফের টি-২০-র শিরোপা জিতেছিল ভারত। এবার ভারতের সামনে এমন এক কীর্তি গড়ার হাতছানি, যা বিশ্বের কোনও দল কখনও করে দেখাতে পারেনি। আর সেটা হল টি-২০ বিশ্বকাপ ধরে রাখার রেকর্ড। আজ পর্যন্ত কোনও দল পরপর দুবার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। ভারত কি সেই মাইলফলক গড়তে পারবে?

Continues below advertisement

স্বপ্ন দেখতে শুরু করেছেন ১৪০ কোটি ভারতীয়। বিশ্বকাপের দামামাও বেজে গেল পুরো দমে। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার। প্রথমে ঠিক ছিল, শনিবার দুপুর দেড়টায় মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। কিন্তু আমদাবাদ থেকে মুম্বইয়ে আসার বিমান দেরি করায় সূর্যর কিছুটা দেরি হয়। তাই দুপুর দুটোর কিছুটা পরে ঘোষণা করা হয় দল।

আর সেই দলে চমকের পর চমক। এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দলে ফেরানো হয়েছিল শুভমন গিলকে। তাঁকে সুযোগ করে দিতে যশস্বী জয়সওয়ালকে ছেঁটে ফেলা হয়। টি-২০ দলের সহ অধিনায়কও করা হয় শুভমনকে। যিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়কও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার সমাপ্ত টি-২০ সিরিজেও সহ অধিনায়ক ছিলেন শুভমন।

Continues below advertisement

কিন্তু টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হল শুভমনকে। তাঁর পরিবর্তে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। বাড়তি ব্যাটার হিসাবে ফেরানো হল রিঙ্কু সিংহকে। চমকের এখানেই শেষ নয়। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ছেঁটে ফেলা হল জিতেশ শর্মাকে। নেওয়া হল সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থেকে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করা ঈশান কিষাণকে। একটা সময় মনে করা হয়েছিল, রিঙ্কু ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে রাখা হবে। কিন্তু দুজনকেই রাখা হল বিশ্বকাপের দলে।

বিশ্বকাপের দলই দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলবে।

টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।