নয়াদিল্লি: ২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে শেষবার ভারতের (Team India) হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল বুমরার। তাঁকে দলেও রাখা হয়েছিল। তবে চোট না সারায় তাঁকে সেই সিরিজ থেকেও সরে আসতে হয়। এবার সম্ভবত আইপিএলেও (IPL 2023) তাঁর খেলা হবে না।


চোট সারতে আরও ৫ মাস!


একাধিক রিপোর্ট অনুযায়ী বুমরার মাঠে ফিরতে আরও মাস পাঁচেক সময় লাগতে পারে। বুমরা সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব সারছেন। তবে এখনও তাঁর চোটের স্থানে অশ্বস্তি রয়েইছে। তাই তাঁকে নিয়ে কোনওরকম কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় ভারতীয় ম্যানেজমেন্ট। এ বছর অক্টোবর নভেম্বরে ভারতেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরাকে চোট সারিয়ে তোলার জন্য বাড়তি সময় দিতে চায় ভারতীয় বোর্ড। সেই কারণেই সম্ভবত এ বারের আইপিএলেও তাঁকে দেখতে পাওয়া যাবে না।


বড় ক্ষতি


ভারতীয় দল চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। বাকি দুই টেস্টের ফলাফলও যদি ভারতীয় দলের পক্ষে ইতিবাচক হয়, তাহলে নাগাড়ে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ওভালে ৭ থেকে ১১ জুন পর্যন্ত আয়োজিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ফাইনালে পৌঁছলে সেই ফাইনালেও বুমরাকে খেলানো হবে না বলেই শোনা যাচ্ছে। বুমরার এই দীর্ঘ সময় না থাকাটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা তো বটেই, আইপিএল না খেললে তা তাঁর ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বিরাট দুঃসংবাদ।


গত বছরের আইপিএলে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। এ মরসুমে ভাগ্য বদলের আশায় মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন পল্টনরা। গত বছর চোটের কারণে জোফ্রা আর্চার মুম্বইয়ের হয়ে মাঠে নামতে পারেননি। এ মরসুমে আশা করা হচ্ছিল জোফ্রা ও যশপ্রীতের আগুন ফাস্ট বোলিং মুম্বইকে আবারও ভাল পারফর্ম করতে সাহায্য করবে। তবে মুম্বই সমর্থকদের হয়তো এই দুই তারকাকে একসঙ্গে বল হাতে দেখার জন্য আরও একটি মরসুম অপেক্ষা করতে হতে পারে। 


আরও পড়ুন: ৪-০ জিতবে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই ভবিষ্যদ্বাণী সৌরভের