মুম্বই: শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচক প্রধান অজিত আগরকর, অধিনায়ক সূর্যকুমার যাদব ও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার উপস্থিতিতে দল ঘোষিত হয়েছে। অবশ্যই শুভমন গিলের বাদ যাওয়া ও ঈশান কিষাণ ও রিঙ্কু সিংহের দলে ঢুকে পড়াটা অন্যতম চমক ছিল স্কোয়াডে। কিন্তু এই প্রথমবার কোনও মেগা টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াডে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার। কিন্তু কেন?

Continues below advertisement

তবে এই বিষয়ে খোলসা করে দিয়েছেন দেবজিৎ সাইকিয়া। তাঁর কথায়, যেহেতু দেশের মাটিতে ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার জন্য় যদি কখনও কোনও পরিবর্ত প্লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দ্রুত কোনও প্লেয়ারকে দলে ঢুকিয়ে দেওয়া যাবে। 

Continues below advertisement

এদিকে, যেই শুভমনকে অল ফর্ম্য়াট ক্যাপ্টেন হিসেবে ভবিষ্যতের পরিকল্পনা ছিল বোর্ডের। সেই শুভমনকে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটেই ফেলা হল। টি-২০ বিশ্বকাপনিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না শুভমন। তাঁকে বাদ দিয়ে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। শুভমনের পরিবর্তে বাড়তি ব্যাটার হিসাবে নেওয়া হল রিঙ্কু সিংহকে। সেই সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে ছেঁটে ফেলে নেওয়া হল ঈশান কিষাণকে। যিনি সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন।

কেন বাদ শুভমন? নির্বাচনী বৈঠকের পর প্রধান নির্বাচক অজিত আগরকর বললেন, 'শুভমন দুর্দান্ত ক্রিকেটারহয়তো সম্প্রতি রান পাচ্ছে না। কিন্তু ফর্মের জন্য নয়, ওকে নেওয়া হয়নি কম্বিনেশনের জন্য।' একই সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায়। বললেন, 'শুভমনের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। মান নিয়েও প্রশ্ন নেই। ওকে কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।'

টি-২০ বিশ্বকাপনিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।