নয়াদিল্লি: ২০০৭ সালে জোহানেসবার্গে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Team India)। ফাইনালে তিনিই মিসবা উল হককে আউট করে ভারতের জয় সুনিশ্চিত করেছিলেন। সেই যোগিন্দর শর্মা (Joginder Sharma) আজ সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করলেন।


কৃতজ্ঞতা শিকার


ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবকে পাঠানো এক চিঠিতে যোগিন্দর শর্মা বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস এবং হরিয়ানা সরকারকে তাঁকে খেলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন যোগিন্দর শর্মা। তিনি বলেন, 'আজ আমি সমস্ত ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করছি। ২০০২ থেকে ২০১৭ পর্যন্ত সফরটা আমার জীবনের সবথেকে ভাল বছর। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবথেকে বড় গর্বের বিষয়। ভারতীয় ক্রিকেট বোর্ড, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও হরিয়ানা সরকারের তরফে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।'


এর পাশাপাশি যোগিন্দর নিজের পরিবার, সমর্থক এবং বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। ভারতের হয়ে যোগিন্দর টি-টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় ফর্ম্যাটেই চারটি করে ম্যাচ খেলেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি মাত্র ১৬টি ম্যাচ খেলেন। আইপিএলে তিনি সিএসকের হলুদ ব্রিগেডের হয়ে ৩৬ রান ও ১২টি উইকেট নেন। বর্তমানে হরিয়ানা পুলিশের ডিএসপি পদে নিযুক্ত রয়েছেন যোগিন্দর। 


হার্দিকের টেস্ট ভবিষ্যত


 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা কেএল রাহুল ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে মাঠে নামেননি। তাঁদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) দলকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিকের নেতৃত্বে পর পর সিরিজও জিতেছে ভারতীয় দল (Team India)। তবে সাদা বলের ক্রিকেট চুটিয়ে খেললেও, হার্দিক ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তারপর চোট সমস্যা তাঁকে বহুদিন ভুগিয়েছে। এখন তিনি আবার ফিট। বহু ভারতীয় সমর্থকেরই মনে তাই প্রশ্ন জাগছে, হার্দিক টেস্ট ক্রিকেটে কবে ফিরবেন? তিনি কি আদৌ আর টেস্ট খেলবেন?


হার্দিক নিজেই তাঁর টেস্ট ভবিষ্যত ঘিরে কৌতূহল দূর করতে মুখ খুললেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার যখন ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটে ফেরার সঠিক সময় মনে হবে, তখনই আমি ফিরব। তবে বর্তমানে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই, কারণ এখন এটাই প্রয়োজনীয়। যদি আমার শরীর আমায় সঙ্গ দেয় এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়, তাহলেই আমি আবার টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।' প্রসঙ্গত, ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে হার্দিক ভারতের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন। 


আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে পাস জাডেজার, অনিশ্চিত শ্রেয়স