লখনউ: ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের ষষ্ঠ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্যাচে রোহিত শর্মারা জিততে পারলেই প্রথম দল হিসাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই রোহিত শর্মাদের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেল। কিন্ত হঠাৎ ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে গেল কেন?


দিনকয়েকক আগেই, গত সোমবার, ২৩ অক্টোবর বিষণ সিংহ বেদি পরলোক গমন করেন। কিংবদন্তি ক্রিকেটারকে সম্মান জানাতেই এই ম্য়াচে ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, কোচ রাহুল দ্রাবিড়সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টের সকলে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছেন আজ। ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময়ই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সকলকে কালো আর্মব্যান্ড পরে ক্যামেরায় দেখা যায়।


এই ম্যাচেই আবার রোহিত শর্মা বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ তালিকায় নাম লেখালেন। ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটাই রোহিতের শততম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ভারতীয় হিসাবে রোহিত শর্মা ১০০টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিলেন। রোহিত মুম্বইয়ের দুই প্রাক্তনী সচিন তেন্ডুলকর ও সুনীল গাওস্করকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন। সচিন ভারতীয় দলকে ৯৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেখানে গাওস্কর টিম ইন্ডিয়ার হয়ে ৮৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।


এর আগে ভারতের হয়ে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় শতাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। টিম ইন্ডিয়াকে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৩৩২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ধোনির পর ২২১টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আজহারউদ্দিন। কোহলি খানিকটা পিছিয়ে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের তারকারা ২১৩টি ম্যাচ খেলেছেন।


কোহলির পর ভারতীয় দলের দায়িত্ব নেওয়া রোহিত শর্মা কিন্তু জয়ের শতাংশের নিরিখে সফলতম অধিনায়ক। 'হিটম্যান'র নেতৃত্বে ভারতীয় দল ৭৩টি ম্যাচ জিতেছে, হেরেছে ২৩টি ম্য়াচ, দুইটি ম্যাচ ড্র হয়েছে। রোহিতের জয়ের শতাংশ ৭৩.৩৩।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান, রোহিতের সামনে এবার সৌরভ