নয়াদিল্লি: জাতীয় দলের প্রাক্তন তিনি এখন। আইপিএলেও (IPL 2025) আর খেলেন না। শেষবার খেলেছিলেন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে। তবে ২২ গজে পারফর্ম না করেও শিরোনামে ২২ গজের তারকা স্পিনার অমিত মিশ্রা। তাঁর নামেই আচমকাই গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্য়মে এই খবর বেরিয়েওছে। কিন্তু এতেই অবাক হয়ে গিয়েছেন অমিত নিজে। এমনকী বিরক্তিও প্রকাশ করেছেন তারকা লেগি। তিনি জানিয়েছেন যে তিনি এখনও অবিবাহিত। কীভাবে এমন অভিযোগ উঠছে? প্রয়োদনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন অমিত মিশ্রা। 

উল্লেখ্য, অমিত মিশ্রার নামে বিভিন্ন সংবাদমাধ্যমে কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল গার্হস্থ্য হিংসার। ক্রিকেটার ও তাঁর পরিবার নাকি ১০ লক্ষ টাকা পণ ও একটি গাড়ি চেয়েছেন মেয়ের বাড়ি থেকে। এমনকী সংবাদমাধ্যমে এমন প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে যে অমিতের স্ত্রী নাকি ১ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। এই প্রতিবেদনগুলোয় অমিত মিশ্রার ছবিও ব্যবহার করা হয়েছে। এরপরই অতিষ্ট হয়ে সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন লেগস্পিনার। নিজের সোশ্যাল মিডিয়ায় অমিত মিশ্রা লিখেছেন, "সংবাদমাধ্যমে যে খবর চলছে, তাতে আমি খুবই হতাশ। আমি সব সময় সংবাদমাধ্যমকে সম্মান করেছি। এই খবরটা সত্যি হতেই পারে, কিন্তু আমার ছবি ব্যবহার করা ঠিক হয়নি। অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে আমার ছবি ব্যবহার করে এই ধরনের ঘটনা এখনই বন্ধ করা উচিত। নাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমার ছবি ব্যবহার করে ভুয়ো গল্প ছড়ানো হচ্ছে। আমি অবিবাহিত। সেটা সবাই জানে। গোটা ঘটনায় আমি ও আমার পরিবার যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। এটাকে সাংবাদিকতা বলে না।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ২২ টেস্ট ও ৩৬টি ওয়ান ডে ম্য়াচ খেলা অমিত মিশ্রা শেষবার আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে খেলেছেন।

আইপিএলে খেলতে মরিয়া মহম্মদ আমির

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের সদস্য মহম্মদ আমির বলেন, ''আশা করি আগামী মরশুমে আইপিএল ও পিএসএল একই সময়ে শুরু হবে না। কারণ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল সবকিছু।'' এখনও পর্যন্ত পিএসএলে তিন ম্য়াচে চারটি উইকেট ঝুলিতে পুরেছেন আমির। যদিও প্রচুর রান খরচ করেন তিনি। ৯.৭৩ ইকনমি রেটে বোলিং করেছেন এখনও পর্যন্ত পিএসএলে।

আরও পড়ুন: ভারত-পাক সম্পর্ক তলানিতে, তবুও আইপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন আমির