রাঁচি: ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বিসিসিআই শাস্তি দিয়েছিল তাঁকে। বোর্ডের গ্রেডেশনের তালিকা থেকেও বাদ পড়তে হয়েছিল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঈশান কিষাণকে। একের পর এ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে নেমেছেন আর রান করেছেন। সদ্য শেষ হওয়া মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এমনকী ক্যাপ্টেন হিসেবে ঝাড়খণ্ডকে প্রথমবার মুস্তাক আলি ট্রফি জিতিয়েছেন। যার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়েছেন তরুণ ঈশান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পেয়েছেন।

Continues below advertisement

ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর প্রথমবার মুখ খুললেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ঈশান বলেন, ''সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জন্য় দারুণ অনুভূতি যে ফের আমি ভারতীয় দলে ঢুকতে পেরেছি। মুস্তাক আলি ট্রফিতে গোটা ঝাড়খণ্ড শিবির দারুণ পারফর্ম করেছে।''

উল্লেখ্য, ২০২৩ ওযান ডে বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ছিলে ঈশান কিষাণ। কিন্তু এরপর বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ে। ২০২৪-২০২৫ গ্রেডেশন তালিকা থেকে বাদ পড়েন ঈশান। ঘরোয়া ক্রিকেটকেই হাতিয়ার করেছিলেন এরপর। এবারের মুস্তাক আলিতে ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৫১৭ রান। ৫৭.৪৪ গড়ে ব্যাটিং করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৯৭। ফাইনালেও হরিয়ানার বিরুদ্ধে ৪৯ বলে ঝোড়ো ১০১ রানের ইনিংস খেলেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ১০টি ছক্কা। তবে ভারতীয় স্কোয়াডে ফিরলেও ঈশানকে হয়ত সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। কারণ স্যামসন প্রথম একাদশে ওপেনিং করবেন অভিষেকের সঙ্গে, এটা মোটামুটি নিশ্চিত। 

Continues below advertisement

ঈশানের কামব্যাক নিয়ে কী বললেন অশ্বিন?

নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেন, "এটা একটা উপহার যেটা ক্রিকেট কিষাণকে দিল। বাইরের অনেকেই ভাববেন এটা কী, কেউ কেউ আবার বলবেন এটা ঠিক হল না। কিন্তু, জীবন বৃত্তাকার। এর আগে ঈশানের দলে না থাকার কারণ এবং এখন যেভাবে ফিরে এলেন, তার একটাই কারণ। ক্রিকেটের যে সম্মান প্রাপ্য তা তিনি দিয়েছেন।" ঝাড়খণ্ডের হয়ে সম্প্রতি ২০২৫-'২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন ঈশান। এই প্রথমবার এই ট্রফি জিতেছে ঝাড়খণ্ড। তাই ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি২০ খেলার পর আবার ফিরে এলেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংস খেলে ৫৭.৪৪ গড়ে ৫১৭ রান তুলেছেন বাঁহাতি ব্যাটার। এরমধ্যে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান রয়েছে। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে শতরান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৯৭-এর বেশি। এর পাশাপাশি অশ্বিন ঈশানের বুচি বাবু ট্রফি, রঞ্জি ট্রফির প্রস্তুতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। যার জেরে টি২০ স্কোয়াডে তাঁর এই প্রত্যাবর্তন বলে মনে করছেন অশ্বিন