চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিকে বার্বাডোজে বিশ্বজয়ের লক্ষ্যে নেমেছে ভারতীয় পুরুষ দল। রোহিতরা জিততে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে চেন্নাইয়ে হরমনপ্রীত কৌররা কিন্তু বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। প্রতিপক্ষ, সেই দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W)। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ভারতীয় মহিলা ওপেনারের দৌরাত্ম্যে ছয় উইকেটের বিনিময়ে রেকর্ড ৬০৩ রান তুলল ভারতীয় দল। দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর চার উইকেটে ২৩৬ রান। দিনশেষে ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে ভারতীয় দলের হাতে, তা বলাই বাহুল্য়।


চার উইকেটের বিনিময়ে ৫২৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন হরমনপ্রীতরা। ক্রিজে ভারতীয় অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন রিচা ঘোষ। ম্যাচে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান হাঁকান হরমনপ্রীত। তাঁর ব্যাট থেকে আসে ৬৯ রানের ঝাঁ চকচকে ইনিংস। রিচা ঘোষও দুরন্ত ছন্দে ছিলেন। মাত্র ৯০ বলে ৮৬ রানের ইনিংস আসে বঙ্গতনয়ার ব্যাট থেকে। তবে শতরানের ঠিক আগেই মলাবার বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে। রিচা আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন হরমনপ্রীত।


জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে সাফল্য পেতে ভারতের খুব বেশি সময় লাগেনি। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টকে ২০ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন স্নেহ রানা (Sneh Rana)। দ্বিতীয় উইকেটে অন্নেকে বশ ও সুনে লুস ৬৩ রান যোগ করে দলকে বেশ ভাল জায়গায় এনে দেন। তবে দ্বিতীয় সেশন শেষের আগেই সেই রানাই ৩৯ রানে বশকে ফেরান। এরপর তৃতীয় উইকেটে লুস মারিজানা ক্যাপ ৯৩ রানের পার্টনারশিপ গড়েন। দুইজনে ব্যক্তিগত অর্ধশতরান হাঁকান। এই সময় দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতের বিরাট রানের দিকে বেশ ভালভাবেই এগোচ্ছিল।


তবে নয় রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বেশ খানিকটা ধাক্কা খায় প্রোটিয়া শিবির। খাতা খোলার আগেই ফেরেন দেলমি। তৃতীয় উইকেট পান স্নেহ রানা। লুসকে ৬৫ রানে ফেরান দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ২৩৬ রানে দিন শেষ করে। দিনশেষে তাঁরা ৩৬৭ রানে পিছিয়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অপরাজিত দল, ব্যাট হাতে টি-২০ বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন 'হিটম্যান' রোহিত শর্মা