ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে (INDW vs BANW) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং (Indian Women's Cricket Team)। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯৫ রান তুলল ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে শেফালি ভার্মা সর্বাধিক ১৯ রানের ইনিংস খেলেন।


প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। দুরন্ত অর্ধশতরান করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় ব্যাটিং। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা কেউই বড় রান করতে পারলেন। ফলত নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও, শতরানের গণ্ডি পর্যন্ত টপকাতে পারল না ভারত।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। গত ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছিল ভারত। বাংলাদেশ নিজেদের একাদশে একটি বদল ঘটিয়েছিল। সালমা খাতুনের বদলে ওপার বাংলার দলে সুযোগ পেয়েছিলেন ফাহিমা খাতুন। ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার শেফালি ও স্মৃতি শুরুটা কিন্তু মন্দ করেনি। ইনিংসের তৃতীয় ওভারে শেফালি মারুফা আখতারের বিরুদ্ধে নাগাড়ে চারটি চার মারেন। পঞ্চম ওভারে নাহিদা আখতার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। 


স্মৃতিকে আউট করেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। পাওয়ার প্লের শেষে ওভারে সুলতানা খাতুন পরপর বলে সেট শেফালি ও হরমনপ্রীতকে ফেরান। ভারতী অধিনায়ক তো নিজের খাতাই খুলকে পারেননি। এরপর সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। তিনি ১১ রানে আউট হন। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তারপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি জেমাইমারা। ৫০ রানের গণ্ডি পার করতেই ভারতের ৯.২ ওভার লেগে যায়।


জেমাইমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২১ বলে মাত্র ৮ রান করেন তিনি। হরলীন দেওল ২১ বলে ৬ রান করেন। দীপ্তি শর্মা ১০ রান করেন, অমনজোৎ কৌর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুলতানা খাতুনই সফলতম বোলার। ফাহিমা খাতুন ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?