মুম্বই: ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছেন হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের হারিয়ে খেতাব ঘরে তুলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের নজির গড়েছিলেন। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলে তিন নম্বর ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত।

Continues below advertisement

তবে শুধু তাইই নয়। আরও একটি রেকর্ড গড়েছেন হরমনপ্রীত ও নাম লিখিয়েছেন ধোনির সঙ্গে একই সারিতে। তা হল এঁরা দুজনেই একমাত্র ক্যাপ্টেন হিসেবে একই বছরে ফ্রাঞ্চাইজি লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন ও বিশ্বকাপ জিতেছেন। 

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই বছরই ২ এপ্রিল বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল ধোনির নেতৃত্বে। আবার হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স উইমেন্স প্রিমিয়ার লিগে খেতাব ঘরে তুলেছিল। এছাড়া এই বছরই বিশ্বকাপও জিতল তাঁর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Continues below advertisement

উল্লেখ্য, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৮ সালে ও ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছিল। কিন্তু প্রথমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল সিএসকেকে। ২০১১ সালে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় সিএসকে।

এদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুটো ম্য়াচ জিতে অভিযান শুরু করেছিল। কিন্তু এরপর টানা তিনটি ম্য়াচে হারতে হয় তাঁদের। তবে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে জয় ভারতের সেমিফাইনালের টিকিট পাকা করে দিয়েছিল। সেমিফাইনালে ৩৩০+ স্কোর তাড়া করতে নেমে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এরপর ফাইনালে প্রোটিয়া শিবিরকে ৫২ রানে ফাইনালে হারিয়ে দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এদিকে, মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পর প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী হরমনপ্রীতকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন। সংবাদমাধ্যম পিটিআইকে শান্তা রঙ্গস্বামী বলেন, তিনি বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। তিনি বলেন, "দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তন আনতে হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৯ সালে অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ৩৬ বছর বয়সী হরমনপ্রীতের জন্য উপকারী হবে। হরমনপ্রীত একজন দুর্দান্ত ব্যাটার এবং একজন ফিল্ডার হিসেবে দলের জন্য অমূল্য। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাঁধ থেকে নামলে হরমনপ্রীত আরও ভালো খেলতে পারবে।”