দুবাই: আর দিনকয়েক পরেই শুরু হয়ে যাবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women's T20 World Cup 2024)। তার আগে বিশ্বকাপের শেষ লগ্নের প্রস্তুতি সেরে নিচ্ছে সব দলই। ভারতও শেষ বেলার প্রস্তুতি শুরু করে দিল। প্রস্তুতিপর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল (India Women vs West Indies Women) হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ওমেন ইন ব্লু।


ভারতের হয়ে ব্যাট হাতে জয়ের নায়ক জেমাইমা রডরিগেজ় (Jemimah Rodrigues)। বল হাতে নজর কাড়লেন পূজা বস্ত্রকর (Pooja Vastrakar)। ভারতীয় দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। জেমাইমা ৫০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে চারটি উইকেট নেন হেইলি ম্যাথিউজ়। জবাবে ১৪২ রান তাড়া করতে নেমে ১২১ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ইনিংস। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট নেন পূজা বস্ত্রকর। চিনেলে হেনরি ক্যারিবিয়ান দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেললেও, দলকে জয় এনে দিতে পারলেন না।  


 






 


ওয়েস্ট ইন্ডিজ় ভারতীয় দলকে কিন্তু ম্যাচের শুরুতেই বেশ বিপাকে ফেলেছিল। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার শেফালি ও স্মৃতি মান্ধানা যথাক্রমে সাত ও ১৪ রানে ফেরেন। অধিনায়ক হরমনপ্রীতের সংগ্রহ মাত্র এক রান। ওমেন ইন ব্লুর সহ-অধিনায়ক ও অধিনায়ক, উভয়েরই উইকেটই পরপর ওভারে নেন ম্যাথিউজ়। তবে ইয়াস্তিকা ভাটিয়া এবং জেমাইমার অর্ধশতরানের পার্টনারশিপে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। শেষের দিকে দীপ্তি শর্মার ১৩ ও পূজার নয় রানের ইনিংস ভারতকে ১৪০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।


ওয়েস্ট ইন্ডিজ়ও নিজেদের ইনিংসের শুরুতেই ভারতের মতো তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর শিমেইন ক্যাম্বেল এবং হেনরি ৫৭ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসকে স্থিরতা প্রদান করেন। তবে সাত বলের ব্যবধানে তিন উইকেট নিয়ে ভারত ফের একবার ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। দীপ্তি ও আশা উইকেট নেন। হেনরি লড়াই করলেও, তিনি যোগ্য সঙ্গী পাননি। ফলে ম্যাচ হারতেই হেইলি ম্যাথিউজ়দের।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দু'দিনে গড়ায়নি এক বলও, কানপুরে তৃতীয় দিনের খেলাও ভেস্তে যাওয়ার পর নেটিজেনদের নিশানায় বোর্ড