নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে বর্তমানে রোহিত-গম্ভীর জমানা চলছে। বর্তমান ভারতীয় দলের জনাকয়েক ক্রিকেটার যারা খেলোয়াড় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে সাজঘর ভাগ করেছেন, তাঁদের অন্যতম হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই রোহিতই দলের বর্তমান কোচকে 'খড়ুস' বলে আখ্যা দেন।


রোহিতের মতে গৌতম গম্ভীর ক্রিকেটার হিসাবে 'খড়ুস' ছিলেন, যিনি ভারতের হয়ে অনবদ্য কিছু ইনিংস খেলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর প্রসঙ্গে রোহিত বলেন, 'আমরা কোচিংয়ে সম্প্রতি বদল দেখেছি। আগে রাহুল ভাই ছিলেন। বর্তমানে আমাদের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। ওঁ একজন খড়ুস ক্রিকেটার ছিলেন। ওঁ কিন্তু বেশ কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন।'


গম্ভীর জাতীয় দলের হয়ে দুই বিশ্বকাপের ফাইনালে ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ৭৫ রানের ইনিংস। ২০১১ বিশ্বকাপ ফাইনালেও তিনি দলের হয়ে সর্বাধিক ৯৭ রানে ইনিংস খেলেছিলেন। ২০০৯ সালে লাল বলের ক্রিকেটে নেপিয়ারে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াকু গম্ভীরের ৬৪৩ মিনিট ক্রিজে টিকে থাকা, ৪৩৬ বলে ১৩৭ রানের ইনিংস তাঁর চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়। সেইসব ইনিংসের দিকেই সম্ভব ইঙ্গিত রোহিতের।


প্রসঙ্গত, 'খড়ুস' শব্দটি কিন্তু মুম্বই ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুম্বইয়ের ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তার জন্যই তাঁদের এই বিশেষণে ভূষিত করা হয়। গম্ভীরের মধ্যেও সম্ভবত এই বৈশিষ্ট্য দেখতে পান রোহিত। সেই কারণেই তাঁকে এই আখ্যা দিয়েছেন তিনি। গম্ভীরের সঙ্গে খেলা আরেক তারকা ক্রিকেটার অশ্বিন আবার কোচ গম্ভীরকে নিয়ে মতামত প্রকাশ করে জানান, কোচ গম্ভীর সকলকে স্বাধীনতা দেন।


দ্রাবিড় ও গম্ভীরের কোচ হিসাবে পার্থক্য বোঝাতে অশ্বিন বলেন, 'আমার মতে ওঁ (গম্ভীর) খুব শান্ত। আমি ওকে রিল্যাক্স ব়্যাঞ্চো বলব। কোনওরকম চাপ নেয় না। সকালবেলা টিম হাডেলের আগেও খুব শান্ত থাকে ও। জিজ্ঞেস করে, আমরা হাডেলে যোগ দেব কি না। অনুরোধ করে। রাহুল ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা হল ওঁ সবসময় সবকিছু একদম ঠিকঠাক চান। একটা বোতলও যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই থাকে, সেই বিষয়টা নিশ্চিত করত ওঁ। ওঁ শান্ত থাকেন। দলের লোকেরা কী চাইছে, সেটা দেখেন। ওঁ সবার হৃদয় জয় করে। আমার মতে ওঁকে কিন্তু দলের সকলেই ভালবাসবে।' আরও যোগ করেন অশ্বিন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দু'দিনে গড়ায়নি এক বলও, কানপুরে তৃতীয় দিনের খেলাও ভেস্তে যাওয়ার পর নেটিজেনদের নিশানায় বোর্ড