কানপুর: বৃষ্টির জেরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (India vs Bangladesh 2nd Test) দ্বিতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। রবিবারও একই ছবি দেখা গেল। এক বলও গড়াল না, ভেস্তে গেল গোটা দিনের খেলা। পরপর দুই দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন নেটজেনরায়। কাঠগড়ায় তোলা হয় বিসিসিআইকেও।


মাঠে পরপর দুইদিন ভেস্তে গিয়েছে ম্যাচ। মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ বলে দাবি করেছেন। অনেকেই আবার উপদেশ দিচ্ছেন এরপর থেকে যেন পরিবেশের আগাম পূর্বাভাস না দেখে কোনও ম্যাচের ভেন্যু ঘোষণা না করা হয়।


 


 



 


 


 



 


 


 



 


 


 



 


 


 






 


ভেজা মাঠের ফলে ম্য়াচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাঠ প্রস্তুতকারকদের দিকেও আঙুল উঠছে। তবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ প্রস্তুতকারক শিব কুমারের কথায় তিনি ম্যাচ আধিকারিকদের কথাবার্তা সঠিকভাবে বুঝতেই পারেননি। তিনি বলেন, 'ওঁরা আমাদের মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনটি ভিন্ন সময়ের কথা বলেন। তবে সমস্যাটা ঠিক কোথায়, সেই নিয়ে কিছুই বলেননি। কোন জায়গাটা ভেজা রয়েছে বা ঠিক কোথায় সমস্যা তা নিয়ে কিছু বলেনি। আমি তো ওঁদের ম্যাচ শুরু করার জন্য বলেইছিলাম। কিছু সমস্যা হলে আমায় জানাতেও বলেছিলাম।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইপিএল নিলামের আগে ক'জন ক্রিকেটারকে রিটেন করা যাবে? করা হল সরকারি ঘোষণা