মুম্বই: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা দলের (Indian Women's Cricket Team) এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) ৩৪৭ রানের বিরাট ব্যবধানে জয় পায়। দুই ইনিংসে যথাক্রমে ১৩৬ ও ১৩১ রানের অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ৬৭ রান করার পাশাপাশি দুই ইনিংসে যথাক্রমে পাঁচ ও চারটি করে মোট নয়টি উইকেট নেন। ব্যাটে, বলে এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন দীপ্তি শর্মা (Deepti Sharma)।


ম্যাচে দুরন্ত বোলিংয়ের জন্য কিন্তু পিচকে কিছুটা কৃতিত্ব দেন দীপ্তি। তিনি বলেন, 'আমরা এই টেস্ট ম্যাচের জন্য ভীষণভাবে অপেক্ষা করে ছিলাম। এই অনুভূতিটা দারুণ এবং আমরা কিন্তু আমাদের পরিরকল্পনা মতোই বোলিং করেছি। আমরা ম্যাচের প্রথম দিনে খুবই ঠান্ডা মাথায় ব্যাটিংটা করেছিলাম। পার্টনারশিপ গড়ার লক্ষ্যে ছিলাম। ব্যস এটুকুই। আমি বোলিং করার জন্য মুখিয়ে ছিলাম এবং নিজের উপর আস্থাও ছিল। হ্যারি দি (হরমনপ্রীত) আমাকে নিজের জায়গায় বল রাখার কথা বলছিল, পিচ থেকে তো মদত ছিলই। ও আমাদের পরের টেস্টেও এমনভাবেই বল করে যাওয়ার কথা বলে।'


ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৪৭৮ রানে এগিয়ে ছিল ভারত। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাটিং করতে নামেনি ভারত। ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ন্যাট স্কিভার-ব্রান্টই একমাত্র ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। সেই আবারও ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসে তো ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান ২১। অধিনায়ক হায়দার নাইটই দলের হয়ে ২১ রানের ইনিংস খেলেন। একাধিক ইংল্যান্ড ব্যাটার শুরুটা ভাল করেও, তাঁর লাভ তুলতে ব্যর্থ হন।


ট্যামি বিউমন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন রেণুকা ঠাকুর সিংহ। তারপর একই ওভারে সোফিয়া ডাঙ্কলি ও হায়দার নাইটকে আউট করেন পূজা বস্ত্রকর। ইংল্যান্ড দল নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। দীপ্তি এবং পূজার অনবদ্য বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও ১৫০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে সবথেকে বড় জয় পায় ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: বোর্ডের ভুলে কেরিয়ার শেষ হতে বসেছিল জাতীয় দলে খেলা পেসারের, অল্পের জন্য রক্ষা