নয়াদিল্লি: কাল থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS 2nd Test)। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলেই বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) ভারতের কাছেই থাকা নিশ্চিত। তবে এই টেস্টের আগে ঠিকানা বদলে বাধ্য হল ভারতীয় দল (Team India)। জি-২০ সম্মেলন ও বিয়ের মরসুমই টিম ইন্ডিয়ার বাঁধা হয়ে দাঁড়াল।


ভিন্ন জায়গা


দিল্লিতে ম্যাচ থাকলে ভারতীয় দল সাধারণত তাজ প্যালেসেই থাকে। তবে এবার জি-২০ সম্মেলন ও বিয়ের মরসুমের জন্য পাঁচতারা হোটেলে ঘরের চাহিদা আকাশছোঁয়া। তাই বাধ্য হয়েই ঠিকানাবদল করতে হল টিম ইন্ডিয়াকে। খবর অনুযায়ী। বর্তমানে হোটেল লীলায় রয়েছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। এক সূত্র এএনআইকে জানান, 'ভারতীয় দল বর্তমানে দিল্লির অন্য এক হোটেলে থাকছে, যেটি দিল্লির সম্পূর্ণ এক ভিন্ন প্রান্তে। এই হোটেলটি কাড়কাড়দুমায় অবস্থিত। জি-২০ সম্মেলনের পাশাপাশি বর্তমানে বিয়ের মরসুম চলায় আইটিসি মৌর্য বা তাজে থাকার জন্য ঘর পাইনি আমরা।'


অবশ্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিন্তু ভারতীয় দলের বাকিদের সঙ্গে হোটেলে থাকছেন না। বিরাট দিল্লিরই ছেলে। এথানেই থাকে তাঁর পরিবার। দুই টেস্ট ম্যাচের মধ্যে বেশ খানিকটা সময় থাকায় বিরাট গুরুগ্রামে নিজের আত্মীয়পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটাতে আগ্রহী। সেই কারণেই তিনি বাকি ভারতীয় দলের সঙ্গে এক হোটেলে নেই। প্রসঙ্গত, ম্যাচের আগের দিন বিরাট কোহলিকে দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) অনুশীলনের পর বিলাসবহুল গাড়ি করে মাঠ ছাড়তেও দেখা যায়। গাড়ি করে বিরাটের মাঠ থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার ভিডিও কিন্তু বেশ ভাইরালও হয়েছে। 


খেলবেন শ্রেয়স?


চোটের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরেই ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তো খেলতে পারেননি, মাঠে নামতে পারেননি অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও। তবে মঙ্গলবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় শ্রেয়স ফিট এবং তিনি ভারতীয় দলে যোগ দিচ্ছেন। দলে তো যোগ দিয়েছেন, কিন্তু নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে কী খেলার সুযোগ পাবেন শ্রেয়স?


সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু জানাচ্ছেন শ্রেয়স সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তিনি কিন্তু সরাসরি ভারতীয় একাদশে ফিরবেন। তিনি বলেন,'ও যদি ফিট থাকে, ম্যাচে নামার জন্য প্রস্তুত হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থা থাকে, তাহলে নিঃসন্দেহে ও সরাসরি ভারতীয় একাদশে ফিরবে। সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে ওর তো দলে ফেরারই কথা।'


আরও পড়ুন: একশো টেস্টে নামছেন পূজারা, গ্যালারিতে থাকবেন বিশেষ ২ জন