চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২ বছরের ওপর হয়ে গেল। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। আইপিএলে খেলার সুবাদে ফের একবার কিছুদিন পরে মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার তারই প্রস্তুতি শুরু করে দিলেন ২ বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিও ক্লিপস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলনে ব্য়স্ত ধোনি। 


যে ভিডিও ভাইরাল হয়েছে


 






মাঠে বসে সিরাজের দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থাকল তাঁর পরিবার


এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ (Mohammed Siraz) একবার বলেছিলেন, বাবা জাতীয় দলের জার্সিতে তাঁর খেলা দেখে যেতে পারলেন না, সেটাই তাঁর সবচেয়ে বড় আক্ষেপ।


বুধবার ঘরের মাঠে, হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের হয়ে কেরিয়ারের প্রথম ম্যাচ খেললেন সিরাজ। ডানহাতি পেসার মাঠে নামার আগে হয়তো তাঁর প্রয়াত বাবাকে স্মরণ করেছিলেন। তবে বাবা না থাকলেও, সিরাজের সাফল্য গ্যালারিতে বসে দেখলেন তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Ind vs NZ) শুভমন গিলের ডাবল সেঞ্চুরি নিয়ে হইচই হচ্ছে। কিন্তু বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন মহম্মদ সিরাজ। ১০ ওভারে ২টি মেডেন-সহ ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর বোলিং না থাকলে হয়তো শুভমনের ইনিংস ব্য়র্থ হয়ে যেত।


ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা গিয়েছে, সিরাজ উইকেট পেতেই ভিআইপি বক্সে বসা তাঁর পরিবারের সদস্যদের মুখে হাসি।


সিরাজের মা শাবানা বেগম জানিয়েছেন, হায়দরাবাদে জাতীয় দলের সঙ্গে পৌঁছে আচমকাই বাড়ি চলে গিয়েছিলেন তারকা পুত্র। শাবানা বলেছেন, 'আমি নমাজ পড়ছিলাম। যখন চোখ খুললাম, দেখলাম মিঞাঁ (সিরাজের ডাকনাম) দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠেছিলাম কারণ ও বলেছিল মঙ্গলবার বাড়ি আসবে। আমি সেই কারণে সোমবার আমি ওর প্রিয় কোনও পদ রান্না করিনি। আমি তাই না জানিয়ে আসায় প্রথমেই ওকে বকাবকি করি। সিরাজ বলে, আমাকে আশীর্বাদ করো, সেটাই যথেষ্ট। আমি দ্রুত ওর প্রিয় খিচুড়ি রান্না করি।'


শাবানার সঙ্গেই বুধবার খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সিরাজের বোন সোফিয়া সুলতানা, ঠাকুমা, মামী ও মামা। সঙ্গে প্রায় ১২ জন বন্ধু। শাবানা বলেছেন, 'ও চেয়েছিল আমরা সবাই মাঠে যাই। ওই সব বন্দোবস্ত করে দিয়েছিল।'