কলকাতা: আইপিএলের (IPL 2024) মাঝেই জোরকদমে চলছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Bengal Pro T20 League) প্রস্তুতি। সিএবি (CAB) পরিচালিত এই টুর্নামেন্টের আরও একটি দলের নাম ও লোগো প্রকাশ হল শনিবার।
পুরুষ ও মহিলা বিভাগে আটটি করে দলের ফ্র্যাঞ্চাইজি লিগে মেদিনীপুরের দল কিনল রশ্মি গ্রুপ। দলের নাম দেওয়া হয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডস। শনিবার মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে দলের লোগোও প্রকাশ করা হল। দিনকয়েক আগেই সিএবি থেকে নতুন এই দলের ঘোষণা করা হয়েছিল।
শনিবার রশ্মি গ্রুপের ম্যানেজমেন্ট দলের তরফে ইন্দ্রনীল ভট্টাচার্য, এল বি চৌরাসিয়া, ভাস্কর চৌধুরী ও শোভন ভট্টাচার্য হাজির ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। লক্ষ্মীরতনের ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গেও যুক্ত রশ্মি গ্রুপ। বাংলার জেলাস্তরে ক্রিকেট উন্নয়নে কাজ করে থাকে লক্ষ্মীরতন শুক্লর অ্যাকাডেমি। নিখরচায় বাংলার তরুণ ক্রিকেটারদের প্র্যাক্টিসের বন্দোবস্তও করা হয়।
লক্ষ্মীরতনই এই দলের মেন্টর তথা পরামর্শদাতা হিসাবে থাকবেন বলে জানিয়েছেন দলের অন্যতম কর্তা শোভন। বাংলার সিনিয়র দলের কোচও তিনি। টি-২০ ফর্ম্যাটের এই অনুষ্ঠান থেকে বাংলার প্রচুর ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদী তিনি। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বাংলার কোনও ক্রিকেটার না নেওয়ায় বরাবরের মতোই ফের সরব হয়েছেন লক্ষ্মী। শনিবারের অনুষ্ঠানে লক্ষ্মীরতন বলেন, 'বাংলা দলেও অনেক ভাল ক্রিকেটার রয়েছে। পারফর্ম করছে। আমাদের সুদীপ ঘরামির মতো ক্রিকেটারকে নেওয়ার কথা ভাবে না কেকেআর।'
রশ্মি গ্রুপের ডিরেক্টর সঞ্জীব কুমার পাটওয়ারি বলেছেন, 'বেঙ্গল প্রো টি-২০ লিগের অংশ হতে পেরে রোমাঞ্চিত। বাংলা থেকে বহু অচেনা প্রতিভাকে খুঁজে এনে তাদের সঠিক মঞ্চ দেওয়া হবে।'
বেঙ্গল প্রো টি-২০ লিগে আর একটি দল কিনেছে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি। রাইস-অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান সমিত রায় বলেছেন, 'রাইস অ্যাডামাস গ্রুপ সব সময়ই খেলাধুলোর উন্নয়নে কাজ করেছে। খেলো ইন্ডিয়া গেমসে খুব ভাল ফল করেছি আমরা। ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পূর্ব ভারতে আমরা প্রথম ও জাতীয় স্তরে ১৩ নম্বরে শেষ করেছিলাম। বেহ্গল প্রো টি-২০ লিগেও দারুণ কিছু প্রতিভার সন্ধান পাব বলে আশাবাদী।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।