মুল্লাপুর: ভারত-পাকিস্তান (IND vs PAK) টেস্ট সিরিজ? বিদেশের মাটিতে?


এরকম কোনও সিরিজ আয়োজন করা হলে রোহিত শর্মা (Rohit Sharma) অন্তত মুখিয়ে থাকবেন মাঠে নামার জন্য। ভারতীয় দলের অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে তাঁর কোনও আপত্তিই নেই।


প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে একটি চ্যাট শোয়ে রোহিত বলেছেন, ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শুরু হলে তিনি মাঠে নামার জন্য মুখিয়ে থাকবেন। ২০১২-১৩ সালে মিসবা উল হকের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। সেটাই দুই দেশের শেষ কোনও দ্বিপাক্ষিক সিরিজ। তারপর থেকে একমাত্র আইসিসি-র কোনও টুর্নামেন্ট ছাড়া দুই দেশ একে অন্যের মুখোমুখি হয় না। 


টেস্ট ক্রিকেটের স্বাস্থ্যের কথা ভেবে বিদেশের মাটিতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজন করা কি ভাল হবে না? মাইকেন ভনের প্রশ্নে রোহিত বলেছেন, 'আমি বিশ্বাস করি হবে।' ২০০৭ সালের পর থেকে আর কোনও পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। সেবারই শেষ টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান।


রোহিত মনে করেন, শক্তিশালী বোলিং আক্রমণ সমৃদ্ধ টেস্টে দারুণ একটা দল পাকিস্তান। বলেছেন, 'ওরা দারুণ দল। দুর্দান্ত বোলিং লাইন আপ। বিদেশের পরিবেশে খেললে দারুণ লড়াই হবে। দুর্দান্ত খেলা হবে।' রোহিত আরও বলেন, 'হ্যাঁ, ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ হলে দারুণ হবে। দিনের শেষে আমরা খেলতে চাই। আমার মনে হয়, এই লড়াইটা দুর্দান্ত হবে। এমনিতে আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলি শুধু। আমি ক্রিকেটের মধ্যে যাবতীয় বিষয় নিয়ে কথা বলছি। আমি অন্য কিছু নিয়ে কথা বলছি না। ব্যাট এবং বলের মধ্যে দারুণ লড়াই হবে।'                                   


 






আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।