নয়াদিল্লি: চোট সারিয়ে ফিরে এসেছেই গত আইপিএলে প্রথমবার মাঠে নেমেছিলেন ঋষভ পন্থ। অধিনায়কও ছিলেন। কিন্তু দল খুব একটা সাফল্য পায়নি। যদিও ব্যাট হাতে ও উইকেটের পেছনে বেশ সফল ছিলেন বাঁহাতি এই উইকেট কিপার ব্যাটার। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে আইপিএলের নতুন মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে হয়ত দেখা যাবে না পন্থকে। সূত্রের খবর, নতুন মরশুমে নতুন অধিনায়ক চাইছে ফ্র্যাঞ্চাইজি। এক্ষেত্রে অক্ষর পটেল এগিয়ে আছেন অধিনায়ক হওয়ার দৌড়ে। এর আগে ২০২১ মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে দেখা গিয়েছিল অক্ষরকে।
নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি ক্যাপিটালসের সূত্র জানিয়েছেন, ''পন্থ আমাদের রিটেনশনের যে তালিকা তাতে সবার ওপরের দিকে রয়েছে। কিন্তু আমরা মনে করি নেতৃত্বের যে চাপ তা কিছুটা কমে গেলে পন্থ আরও হালকা মনে খেলতে পারবে।'' ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সদস্য ঋষভ পন্থ। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক ম্য়াচ খেলার রেকর্ড রয়েছে বাঁহাতি তরুণের। এরপর ২০২১ সালে শ্রেয়স আইয়ার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পন্থই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন।
কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় পন্থের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মনে করা হয়েছিল হয়ত দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব ছাড়ছেন পন্থ? এমনকী, তিনি দিল্লি ক্যাপিটালস ছেড়ে নতুন কোনও দলে যাবেন কি না, তা নিয়েও জোর চর্চা। সোশ্য়াল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেট কিপার ব্যাটার লিখেছিলেন, ''যদি নিলামে যেতে হয়, তা হলে বিক্রি হতে পারি বা অবিক্রিত থাকতে পারি। বিক্রি হলে কত টাকায় হব?'' পন্থের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তা হলে কি পন্থকে রাখবে না দিল্লি কর্তৃপক্ষ? সেই ইঙ্গিত পেয়েই কি ভক্তদের মতামত চাইছেন রুরকির উইকেটকিপার ব্যাটার। অধিনায়ককে নিলামে তোলার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস? নাকি পন্থ নিজেই আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে চাইছেন না? এবার আইপিএলের মেগা নিলাম হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়েছে, দশ দল সব মিলিয়ে সর্বোচ্চ ছ'জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সর্বোচ্চ পাঁচ জন ক্যাপড ক্রিকেটারকে ধরে রাখা যাবে নিলামের আগে। সর্বোচ্চ দু'জন আনক্যাপড প্লেয়ারকে ধরে রাখা যাবে। নিয়ম অনুযায়ী রিটেন করা এক জন ক্রিকেটার সর্বোচ্চ ১৮ কোটি টাকা পেতে পারেন। তেমনই দিল্লি ক্যাপিটালস পন্থকে রেখে দিলে সর্বোচ্চ ১৮ কোটি টাকা পাবেন তিনি।