কোচি: চেন্নাই সুপার কিংস ছাড়ছেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। রাজস্থান রয়্যালস ছাড়ার পথে সঞ্জু স্যামসন (Sanju Samson)। আইপিএল (IPL 2026) শুরু হতে এখনও ঢের সময় বাকি। এখন থেকেই বিভিন্ন ক্রিকেটারদের দলবদল ও ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে।
২০২৬ সালের আইপিএল নিয়ে আলোচনা এখনই শুরু হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন, তবে এবার স্যামসন বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে যেতে পারেন বলে জোর জল্পনা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে সঞ্জু স্যামসনকে নিয়ে বলেছেন যে, কলকাতা নাইট রাইডার্স এই খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে পারে।
CSK নাকি KKR, কোন দলে যাবেন সঞ্জু?
শোনা যাচ্ছে, সঞ্জু স্যামসন নিজেই রাজস্থান রয়্যালস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও স্যামসন সম্প্রতি আমেরিকায় মেজর লিগ ক্রিকেটের সময় চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে দেখা করেছিলেন, এরপর থেকেই সঞ্জু স্যামসনের সিএসকে-তে যাওয়ার জল্পনাও শুরু হয়েছে।
ধারাভাষ্যকার আকাশ চোপড়া সঞ্জু স্যামসনের দল পরিবর্তন করা নিয়ে বলেছেন, 'আমার মনে সিএসকের থেকেও ওর KKR-এ যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। কলকাতার কাছে কোনও উইকেটকিপার ব্যাটসম্যান নেই। এমন পরিস্থিতিতে যদি দলের ব্যাটিংয়ে গভীরতা প্রয়োজন হয়, তাহলে সঞ্জু আদর্শ বিকল্প। সেই সঙ্গে একজন অধিনায়কও পাচ্ছেন, তাহলে এতে সমস্যা কোথায়?'
আকাশ চোপড়া এর সঙ্গে কলকাতার আইপিএল ২০২৫-এর অধিনায়ক, অজিঙ্ক রাহানেরও প্রশংসা করেছেন। আকাশ চোপড়া বলেছেন যে, রাহানে গত মরসুমে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংও ভাল করেছেন, তবে KKR তাঁর বয়স বিবেচনা করে সঞ্জু স্যামসনকে নিয়ে ভাবতে পারে।
ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেবে কেকেআর?
আকাশ চোপড়া KKR-এর বাজেট বাড়ানোর জন্য বলেছেন যে, কলকাতা বেঙ্কটেশ আইয়ারকে তাদের দল থেকে ছেড়ে দিতে পারে এবং তাতে নাইটদের বাজেটে ২৪ কোটি টাকা যোগ হতে পারে। উল্লেখ্য, গত মরসুমে KKR বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল এবং তিনি আইপিএল ২০২৫-এর সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় প্রথম পাঁচের মধ্যে ছিলেন। যদিও পারফরম্যান্স দিয়ে নিজের দামের প্রতি সুবিচার করতে পারেননি বেঙ্কটেশ আইয়ার। যা নিয়ে বারবার সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে মধ্য প্রদেশের ক্রিকেটারকে।