মুম্বই: ইরানি ট্রফিতে দ্বিশতরান হাঁকালেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অবশিষ্ট একাদশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে ২২১ রানে অপরাজিত রয়েছেন ডানহাতি এই ব্যাটার। তাঁর সঙ্গে মুম্বই দলের হয়ে ভাল পারফর্ম করেছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ৯৭ রানে আউট হন। তনুষ কোটিয়ান ৬৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৫৩৬ রান করেছে মুম্বই। সরফরাজ তাঁর ইনিংসে ২৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন। ২৭৬ বলের ইনিংসটি তাঁর। রাহানের সঙ্গে ১৩১ রানের ও কোটিয়ানের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন সরফরাজ। ইরানি কাপে এর আগে ওয়াসিম জাফর, রবি শাস্ত্রী সহ আরও ১০ জন ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু মুম্বইয়ের জার্সিতে প্রথম দ্বিশতরান এল সরফরাজের ব্যাট থেকে।
প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান বোর্ডে তুলেছিল মুম্বই। রাহানে ও সরফরাজ ক্রিজে ছিলেন। যশ দয়ালের বলে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে। নিশ্চিত শতরান মিস করেন তিনি। শ্রেয়স আইয়ার ৫৭ রানের ইনিংস খেলেন। তনুষ ৬৪ ও শার্দুল লোয়ার অর্ডারে ৩৬ রানের ইনিংস খেলেন। কিন্তু সরফরাজকে থামাতে পারেননি অবশিষ্ট একাদশের বোলাররা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দল জায়গা পেয়েছিলেন সরফরাজ। কিন্তু বিরাট , রাহুলরা দলে ঢোকার পর সুযোগ মেলেনি একাদশে। পরে ইরানি ট্রফির দলে সুযোগ আসে। আর সেখানেই সুযোগ কাজে লাগালেন সরফরাজ। নির্বাচকদেরও কিন্তু প্রশ্নের মুখে ফেললেন।
এদিকে কানপুর টেস্টের পর শাকিব আল হাসানকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে আজই। মাত্র দুই দিনের খানিক বেশি সময়ের খেলাতেই বাংলাদেশকে দুরমুশ করে ২-০ সিরিজ় জিতে নিয়েছে ভারত।
শাকিব দ্বিতীয় টেস্ট শুরুর আগেই পূর্বাভাস দিয়েছিলেন এটিই সম্ভবত তাঁর শেষ টেস্ট হতে পারে। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলেই তিনি বিদায় জানাতে আগ্রহী, তাও দেশে যা পরিস্থিতি, তাতে আদৌ তাঁর আর সেই ম্যাচ খেলা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে অন্তত এটাই যে শাকিবের শেষ টেস্ট ছিল , তা নিশ্চিত। বাংলাদেশের মহাতারকা ক্রিকেটারকে ২২ গজে তাঁর অবদানের জন্যই সম্ভবত সম্মান জানাতে বিরাট এই উপহারটি দেন।