ডাবলিন: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) । ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি পরপর ৫ বলে ৫ উইকেট নিয়েছেন । যে নজির পুরুষদের ক্রিকেটে আর কারও নেই । আয়ারল্যান্ডের ইন্টার প্রোভিন্সিয়াল টি-২০ ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে তিনি এই কীর্তি গড়েছেন ।
১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স ৮৭ রানের মাথায় শেষ ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে অল আউট হয়ে যায় । ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট নেন আইরিশ বোলার কার্টিস । ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে জ্যারেড উইলসনকে বোল্ড করে স্বপ্নের ম্যাচ শুরু করেন তিনি । পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করে দেন । ফিরতি ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইন ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন। হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার ।
তবে সেখানেই থামেননি কার্টিস । ১০ নম্বর ব্যাটসম্যান রবি মিলার অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে খোঁচা দেন । ওভারের তৃতীয় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে বোল্ড করে পাঁচ বলে পাঁচ শিকার ধরেন কার্টিস ।
এর আগে মেয়েদের ক্রিকেটে জিম্বাবোয়ের অলরাউন্ডার কেলিস এনধলোভুর ২০২৪ সালে ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন । তবে পুরুষদের ক্রিকেটে এই নজির প্রথম ।