লর্ডস: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ লর্ডসে খেলা হচ্ছে । এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় । প্রথম দিনের দ্বিতীয় সেশনে এমন একটি মুহূর্ত আসে যখন ঋষভ পন্থ মাঠের বাইরে চলে যান এবং তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে উইকেটকিপিং করতে দেখা যায় । পন্থের কি চোট লেগেছে? পন্থ কি আর এই টেস্টে খেলতে পারবেন না? সোশ্যাল মিডিয়ায় এমন অনেক প্রশ্ন উঠতে শুরু করে । পন্থকে নিয়ে বিবৃতি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ।
ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলের ঘটনা । যশপ্রীত বুমরার বলটি পন্থ ভালভাবে ধরতে পারেননি, যার পরে তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায় । তখনই মেডিক্যাল টিম মাঠে আসে, যারা ধ্রুব জুরেলকে কিছু ইঙ্গিত করে । এর পরের ওভারে পন্থ মাঠের বাইরে চলে যান এবং জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্ব নেওয়ার জন্য মাঠে আসেন ।
ধ্রুব জুরেলের মাঠে আসার পরে, পরের ওভারে ক্যামেরা ঋষভ পন্থের দিকে ঘোরে । বল ধরার সময় পন্থের আঙুলে চোট লেগেছিল, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয় । ভারতীয় দল চাইবে পন্থের চোট বেশি গুরুতর না হোক, কারণ তিনি এখনও পর্যন্ত সিরিজের চারটি ইনিংসে ৩৪২ রান করেছেন ।
প্রথম টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করে তিনি ইতিহাস গড়েছিলেন পন্থ । তিনি ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান যিনি কোনও টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন । দ্বিতীয় টেস্টে তিনি ২৫ এবং ৬৫ রানের ইনিংস খেলেছিলেন । উল্লেখ্য, টেস্ট দলের সহ-অধিনায়ক হওয়ার পরে পন্থের ব্যাটিং গড়ে দারুণ উন্নতি দেখা গিয়েছে ।