কলকাতা: নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় মাঠের বাইরে চোট পেয়েছিলেন । সেই চোট এখনও সারেনি । দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম ম্যাচে খেলতে পারবেন না ঈশান কিষাণ (Ishan Kishan) । দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ওড়িশার আশীর্বাদ সোয়েনকে ।

জানা গিয়েছে, কাউন্টি খেলার সময় মাঠে চোট পাননি কিষাণ । তিনি চোট পেয়েছেন মাঠের বাইরে এক বাইক দুর্ঘটনায় । একটি ই-বাইক থেকে পড়ে গিয়েছিলেন ঈশান । তাঁর হাতে বেশ কয়েকটি সেলাই পড়েছিল । সেই কারণেই ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের সময় ঋষভ পন্থের বিকল্প হিসাবে তাঁর নাম ভাবা সম্ভব হয়নি নির্বাচকদের । যে কারণে ওভালে ভারতীয় টেস্ট দলে উইকেটকিপার হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল ধ্রুব জুরেলকে । এবং জুরেলের পরিবর্ত হিসাবে তামিলনাড়ুর এন জগদিশানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে ।

কতটা গুরুতর ঈশান কিষাণের চোট? শোনা গেল, খুব বড় চোট নয় । তবে পরের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচে ভারত এ দলে ঈশানের থাকা কার্যত নিশ্চিত । সেই কারণে সতর্কতা হিসাবেই দলীপ ট্রফির প্রথম ম্যাচে ঈশানকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছে । আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষা হবে । ঈশানের পরিবর্তে ঝাড়খণ্ডেরই কুমার কুশাগ্রকে প্রথম ম্যাচে খেলানো হতে পারে ।

বিশ্রামে আকাশ দীপ

এদিকে, পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে খেলতে পারবেন না আকাশ দীপও । তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে । তাঁরও ফিটনেসের ওপর নজর রাখা হচ্ছে ।

সদ্য ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে অন্যতম বড় কারিগর ছিলেন আকাশ দীপ । তবে সেই সফরে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে পিঠের চোটের জন্য খেলতে পারেননি আকাশ । বিহারের সাসারামের ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে । ওভালে পঞ্চম টেস্টে অবশ্য খেলেছিলেন আকাশ । সেই ম্যাচে ব্যাট হাতে হাফসেঞ্চুরি করে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন ডানহাতি পেসার । সব মিলিয়ে সিরিজে ৩ টেস্টে ১৩ উইকেট পান আকাশ । যার মধ্যে বার্মিংহামে ১০ উইকেট পেয়েছিলেন । দলীপ ট্রফিতে তাঁর পরিবর্তে অসমের মুক্তার হুসেনকে দলে নেওয়া হয়েছে । 

দলের নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ । ২৮ অগাস্ট প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের সামনে শুভমন গিলের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল ।