সন্দীপ সরকার, কলকাতা: দীর্ঘ ৬ বছর পর ফিরছে জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) স্মারক বক্তৃতা। কিংবদন্তি ক্রিকেট প্রশাসকের স্মৃতিতে অতীতে এই ব্কতৃতা আয়োজন করত বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সিএবি প্রেসিডেন্ট হয়ে ফিরে সেই স্মারক বক্তৃতা ফের চালু করছেন।

Continues below advertisement

ভারতীয় ক্রিকেট তো বটেই, গোটা বিশ্ব ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছিলেন জগমোহন ডালমিয়া। ক্রিকেট ম্যাচের সম্প্রচার সত্ত্ব যে বিক্রি করা যায়, প্রথম দেখিয়েছিলেন ডালমিয়াই। ভারতীয় ক্রিকেট বেনজির মুনাফার মুখ দেখেছিল ডালমিয়া বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন। সিএবি-র মসনদে তো ছিলেনই, ডালমিয়া আইসিসি প্রেসিডেন্টও হয়েছিলেন। মুথাইয়া মুরলীধরনের অ্যাকশন নিয়ে সমস্যা থেকে শুরু করে উপমহাদেশীয় ক্রিকেটে যে কোনও বিভ্রাট দূর করতে বাড়তি তৎপরতা নিতেন। 

ডালমিয়া স্মারক বক্তৃতায় প্রধান অতিথি কে? দক্ষিণ আফ্রিকার কোনও এক কিংবদন্তিকে বক্তা হিসাবে আনার চেষ্টা চলছে। ভাসছে সাদা বিদ্যুৎ (হোয়াইট লাইটনিং) নামে খ্যাত প্রাক্তন ফাস্টবোলার অ্যালান ডোনাল্ড, প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক কেপলার ওয়েসেলস, দক্ষিণ আফ্রিকার প্রবাদপ্রতিম ডারিল কালিনানের মতো কয়েকটি নাম। কথাবার্তা চলছে প্রাথমিক স্তরে। কয়েকদিনের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে সিএবি সূত্রে খবর।

Continues below advertisement

শাহবাজের ফিটনেস টেস্ট

রঞ্জি ট্রফিতে বাংলা ক্রিকেট দলের অন্যতম ভরসা তিনি। দল বিপদের মুখে পড়লেই তিনি হয়ে ওঠেন ক্রাইসিস ম্যান। চাপের মুখে একের পর এক লড়াকু ইনিংস। সঙ্গে কার্যকরী বাঁহাতি স্পিন। ফিল্ডার হিসাবেও ক্ষিপ্র। তিনি, শাহবাজ আমেদ। চোটের জন্য আপাতত মাঠের বাইরে ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার। যিনি এখন আইপিএলে খেলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। 

উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শাহবাজকে পায়নি বাংলা। চোটের কারণে তিনি খেলতে পারেননি। শোনা গিয়েছিল, বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্সে চলছে বাংলার অলরাউন্ডারের রিহ্যাবিলিটেশন। বাংলা শিবির ধরেই নিয়েছিল যে, রঞ্জি ট্রফির অন্তত প্রথম ২-৩টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

তবে দ্রুত সেরে উঠেছেন শাহবাজ। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে, আগামী ২৫ অক্টোবর থেকে ইডেনে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও তাঁকে বাংলার জার্সিতে দেখা যেতে পারে। তবে ফিটনেস টেস্ট নেওয়া হবে শাহবাজের। বৃহস্পতিবার, ভাইফোঁটার দিন ইডেনে ফিটনেস পরীক্ষা হবে শাহবাজের। তাতে পাশ করলে গুজরাতের বিরুদ্ধে বাংলার একাদশে দেখা যেতে পারে তাঁকে। বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা তাঁর। তবে ফিটনেস পরীক্ষায় পাশ করলেও এখনই শাহবাজকে দিয়ে বোলিং করানো নাও হতে পারে। শুধু ব্যাটার হিসাবেই তাঁকে খেলানোর চেষ্টা করা হচ্ছে।