ধর্মশালা: আজ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট (IND vs ENG 5th Test)। এই টেস্টেই দুই দলের দুই তারকা ক্রিকেটার আর অশ্বিন ও জনি বেয়ারস্টো মাইলফলক স্পর্শ করতে চলেছেন। দুই তারকা ক্রিকেটারই এইচপিসিএ স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামবেন। তবে শুধু বেয়ারস্টো, অশ্বিন, নয় ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের (England Cricket Team) তারকা বোলার জেমস অ্যান্ডারসনও (James Anderson) বিশেষ মাইলফলক স্পর্শ করতে চলেছেন। তাও এক নয়, একাধিক।


নিজের দুই দশকেরও অধিক লম্বা কেরিয়ারে অ্যান্ডারসনের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে। তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য ঈর্ষণীয়ও বটে। ধর্মশালায় মাঠে নামলেই ইংল্যান্ড তারকা নিজের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন। তিনি এখনও পর্যন্ত ১৮৬টি টেস্ট, ১৯৪টি ওয়ান ডে এবং ১৯টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। এই ৩৯৯টি ম্যাচে অ্যান্ডারনসনের দখলে মোট ৯৮৫টি উইকেট রয়েছে। তিনিই টেস্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ফাস্ট বোলার। চলতি সিরিজ়ে তিনি কিন্তু ছন্দেই রয়েছেন। তিন ম্যাচে তাঁর দখলে ৩৪.৩৭ গড়ে রয়েছে আটটি উইকেট নেওয়ার কৃতিত্ব। 


ধর্মশালায় আর দুইটি উইকেট নিলেই অ্যান্ডারসন ৭০০ উইকেটের গণ্ডি পার করে ফেলবেন। মুথাইয়া মুরলিধরন এবং শেন ওয়ার্নের পর মাত্র তৃতীয় বোলার হিসাবে লাল বলের ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার হাতছানি ইংল্যান্ড তারকার সামনে। এই প্রথমবারই ধর্মশালায় খেলতে নামবেন অ্যান্ডারসন। এই ৫০তম মাঠে টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন অ্যান্ডারসন। আর তিন উইকেট নিলেও, প্রথম বোলার হিসাবে আরও এক নজির গড়ে ফেলবেন তিনি।


 






ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসন এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট নিয়েছেন। তিন উইকেট নিলে প্রথম বোলার হিসাবে অ্যান্ডারসন ভারতের বিরুদ্ধে ১৫০টি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব গড়বেন। বয়স ৪১ পার করলেও, তিনি এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজের দক্ষতা কিন্তু প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। ধর্মশালাতেও ইংল্যান্ড সর্মথকরা কিন্তু তাঁর দিকে বিশেষ নজর রাখবেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: পাতিদারেই হয়তো আস্থা, আজ কখন-কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?