গায়ানা: ফের এক বিশ্বকাপের সেমিফাইনাল, ফের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই বছর আগে জস বাটলারদের কাছে (IND vs ENG) হেরেই ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই হারের বদলা নেওয়ার পালা। বিশের বিশ্বকাপের (T20 World Cup 2024) ইংল্যান্ডকে হারাতে ভারতীয় দলের জন্য বড় অস্ত্র যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিরাট ম্যাচের আগে তারকা ভারতীয় বোলার কিন্তু শান্ত। ঠান্ডা মাথায় জানিয়ে দিলেন বাইরের চাপ বা আওয়াজে কর্ণপাত করতে নারাজ তাঁরা।


১১ বছর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। বারংবার টুর্নামেন্টের নক আউটে থামতে হয়েছে দলকে। সেই অপেক্ষার অবসান ঘটানোর চাপ আছে বৈকি, কিন্তু যা নিয়ন্ত্রণের বাইরে, সেইদিকে তাকাতে নারাজ বুমরা। ম্যাচের আগে তারকা ভারতীয় ক্রিকেটার বলেন, 'প্রত্যাশার চাপ তো আছেই তবে আমরা নিজেদের খেলার নজর দিতে চাই। বাইরের আওয়াজে গুরুত্ব দিয়ে লাভ নেই। যা নিয়ন্ত্রণ করতে পারব, সেটাই নিয়ন্ত্রণের চেষ্টা করি। ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা প্রতিদিনই নতুন নতুন মাঠে খেলছি। তাই দ্রুত পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। এখানে আকাশ মেঘাচ্ছন, পরিবেশ ভিন্ন। কেমন কী হতে পারে সেটা আগে থেকে বুঝেই মাঠে নামতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে বাকিটা আপনা আপনিই হয়ে যাবে। নিজেদের শক্তিশালী পক্ষের দিকেই নজর দিতে আগ্রহী আমরা।'


ভারতের হয়ে চলতি বিশের বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীর নাম অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ১৫টি উইকেট রয়েছে তরুণ ভারতীয় ফাস্ট বোলারের দখলে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ বুমরা। 'আমাদের হয়ে অর্শদীপ গোটা টুর্নামেন্টেই দারুণ পারফর্ম করেছে। শুরুতেই দলের হয়ে ভিতটা গড়ে দিচ্ছে। নতুন বল স্যুইং তো করাচ্ছেই, ইনিংসের শেষের দিকেও বেশি রান দিচ্ছে না। বয়স কম হতে পারে, তবে নিজের পরিকল্পনা নিয়ে ওর মনে কখনও কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকে না। ও কিন্তু নিজের উন্নতি করতেও তৎপর, যেটা ব্যক্তিগতভাবে আমরা খুবই ইতিবাচক বলে মনে হয়। আশা করছি এভাবেই দলের হয়ে ভাল পারফর্ম করে যাবে ও।' বলেন বুমরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ব্যক্তিগত দক্ষতা নয়, কাপ জেতায় দলগত প্রচেষ্টা', সেমিফাইনালের পূর্বে টিম ইন্ডিয়াকে কপিলের পরামর্শ