সিডনি: গোটা সিরিজের ভারতের একমাত্র প্লেয়ার যাঁকে সমীহ করে চলেছেন অজি ক্রিকেট দল। পারথের পর সিডনিতে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু চোটের জন্য প্রথম ইনিংসে খেলার ফাঁকেই মাঠ ছাড়তে হয়েছিল তারকা পেসারকে। বিশ্বের এক নম্বর পেস বোলার এরইমধ্যে শনিবার রেকর্ড গড়ে ফেললেন। ভারতের প্রথম বোলার হিসেবে অ্য়াওয়ে সিরিজে সর্বাধিক ৩২ উইকেট তুলে নিলেন বুমরা। ৩১ বছরের তারকা পেসার মারনাস লাবুশেনকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন। তিনি টেক্কা দিয়ে দিলেন বিষেণ সিংহ বেদীকে। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে ৩২ উইকেট ঝুলিতে পুরে নিলেন বুমরা।
এর আগে ১৯৭৭-৭৮ বর্ডার গাওস্কর ট্রফিতে টেস্ট সিরিজে বিষেণ সিংহ বেদী ৩১ উইকেট নিয়েছিলেন। শুক্রবার দিনের শেষ বলে খাওয়াজাকে আউট করার সঙ্গে সঙ্গে ৩১ উইকেট দখল করে বেদীকে ছুঁয়ে ফেলেছিলেন।
দেশের বাইরে এক টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট ভারতীয় বোলারদের
জসপ্রীত বুমরা- ৩২* (বনাম অস্ট্রেলিয়া ২০২৪-২৫)
বিষেণ সিংহ বেদী- ৩১ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)
ভগবত চন্দ্রশেখর- ২৮ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)
সুভাষ গুপ্তে- ২৬ (বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৫২-৫৩)
কপিল দেব- ২৫ (বনাম অস্ট্রেলিয়া ১৯৯১-৯২)