সিডনি: গোটা সিরিজের ভারতের একমাত্র প্লেয়ার যাঁকে সমীহ করে চলেছেন অজি ক্রিকেট দল। পারথের পর সিডনিতে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু চোটের জন্য প্রথম ইনিংসে খেলার ফাঁকেই মাঠ ছাড়তে হয়েছিল তারকা পেসারকে। বিশ্বের এক নম্বর পেস বোলার এরইমধ্যে শনিবার রেকর্ড গড়ে ফেললেন। ভারতের প্রথম বোলার হিসেবে অ্য়াওয়ে সিরিজে সর্বাধিক ৩২ উইকেট তুলে নিলেন বুমরা। ৩১ বছরের তারকা পেসার মারনাস লাবুশেনকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন। তিনি টেক্কা দিয়ে দিলেন বিষেণ সিংহ বেদীকে। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে ৩২ উইকেট ঝুলিতে পুরে নিলেন বুমরা।


এর আগে ১৯৭৭-৭৮ বর্ডার গাওস্কর ট্রফিতে টেস্ট সিরিজে বিষেণ সিংহ বেদী ৩১ উইকেট নিয়েছিলেন। শুক্রবার দিনের শেষ বলে খাওয়াজাকে আউট করার সঙ্গে সঙ্গে ৩১ উইকেট দখল করে বেদীকে ছুঁয়ে ফেলেছিলেন। 


দেশের বাইরে এক টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট ভারতীয় বোলারদের


জসপ্রীত বুমরা- ৩২* (বনাম অস্ট্রেলিয়া ২০২৪-২৫) 


বিষেণ সিংহ বেদী- ৩১ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)


ভগবত চন্দ্রশেখর- ২৮ (বনাম অস্ট্রেলিয়া ১৯৭৭-৭৮)


সুভাষ গুপ্তে- ২৬ (বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৫২-৫৩)


কপিল দেব- ২৫ (বনাম অস্ট্রেলিয়া ১৯৯১-৯২)







মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে শনিবার মাঠে ফেরার পর মাত্র একটি ওভার করতে পারেন বুমরা। এরপরই তিনি ড্রেসিংরুমে চলে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছিল। আশা করে গিয়েছিল যে হয়ত কিছুক্ষণের বিশ্রামের জন্যই মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ছবিটা চিন্তার হয়ে যায় যখন দেখা যায় প্লেয়িং জার্সি খুলে ড্রেসিংরুম থেকে বেরিয়ে স্টেডিয়ামের লনের দিকে এগিয়ে যাচ্ছেন বুমরা। এরপর ক্যামেরা দেখাচ্ছে ভারত অধিনায়ক গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। এখনও কিছু অফিশিয়াল বিবৃতি দেওয়া না হলেও জানা গিয়েছে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুমরাকে। তবে আশা করা হচ্ছে তেমন কিছুই সিরিয়াস হয়নি বুমরার। হয়ত রুটিন স্ক্যানের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালে চার ওভারের স্পেল করেন বুমরা। মারনাস লাবুশেনের উইকেট তুলে নেন তিনি।


বুমরা দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলে চাপ কিন্তু বাড়বে ভারতীয় দলের। কারণ প্রথম ইনিংসে ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি আপাতত নেতৃত্বভার সামলাচ্ছেন। ভারতীয় দল চাইবে অন্তত আড়াইশো রানের লক্ষ্যমাত্রা দিতে অস্ট্রেলিয়ার সামনে।