সিডনি: একেই দলের হাল খারাপ। রোহিত শর্মাকে (Rohit Sharma) বসিয়ে তাঁকেই ফের অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল সিডনি টেস্টের জন্য। কিন্তু এবার খেলার ফাঁকেই চোটে কাহিল হয়ে গেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এতটাই যন্ত্রণায় ভুগছিলেন, যে শেষ পর্যন্ত মাঠই ছেড়ে বেরিয়ে গেলেন তারকা ডানহাতি পেসার। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে স্ক্যানের জন্য। আপাতত স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিরাট।
মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে শনিবার মাঠে ফেরার পর মাত্র একটি ওভার করতে পারেন বুমরা। এরপরই তিনি ড্রেসিংরুমে চলে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছিল। আশা করে গিয়েছিল যে হয়ত কিছুক্ষণের বিশ্রামের জন্যই মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ছবিটা চিন্তার হয়ে যায় যখন দেখা যায় প্লেয়িং জার্সি খুলে ড্রেসিংরুম থেকে বেরিয়ে স্টেডিয়ামের লনের দিকে এগিয়ে যাচ্ছেন বুমরা। এরপর ক্যামেরা দেখাচ্ছে ভারত অধিনায়ক গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। এখনও কিছু অফিশিয়াল বিবৃতি দেওয়া না হলেও জানা গিয়েছে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুমরাকে। তবে আশা করা হচ্ছে তেমন কিছুই সিরিয়াস হয়নি বুমরার। হয়ত রুটিন স্ক্যানের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন সকালে চার ওভারের স্পেল করেন বুমরা। মারনাস লাবুশেনের উইকেট তুলে নেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনও একটি টেস্ট সিরিজে এটি বুমরার ৩২ নম্বর উইকেট। বিষেণ সিংহ বেদীকে টেক্কা দিলেন তিনি।
অবসর প্রসঙ্গে রোহিত
শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় লাঞ্চের বিরতিতে ইরফান পাঠান ও যতীন সপ্রুর সঙ্গে অনফিল্ড সাক্ষাৎকারে স্টার স্পোর্টসকে রোহিত বলেন, ''দলের ব্যাটিং লাইন আপ সেভাবে ফর্মে নেই। আমি নিজে ভাল খেলতে পারছি না। অনেকবার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই রান আসছে না। পুরোপুরি অফফর্মে আমি। তাই সিডনিতে গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। ব্যাস এটুকুই। আমি চাইনি এমন ফর্ম নিয়ে একাদশে থাকতে। দল সবার আগে। দলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত।'' এরপরই অবসর প্রসঙ্গে হিটম্য়ান বলেন, ''অবসর সংক্রান্ত কোনও ভাবনা চিন্তাই আমার মধ্য়ে এই মুহূর্তে নেই। প্রচুর ক্রিকেট খেলেছি। অনেক কিছু দেখেছি। প্রতিদিন জীবন বদলে যায়। আমাকে বাস্তববাদী থাকতেই হবে। কমেন্ট্রি বক্সে বসে কেউ কিছু বলে দিচ্ছে। কেই ল্যাপটপ ও পেন নিয়ে বসে আছে। সেখানে কিছু লিখে দিচ্ছে। তাঁরা কেউই সিদ্ধান্ত নিতে পারে না যে আমি কবে অবসর নেব। এটা পুরোটাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।''