চেন্নাই: মতান্তরে ভারতীয় দল তথা বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলারের নাম যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর বোলিং দক্ষতা প্রশ্নাতীত। তবে হালে বারংবার চোট আঘাতজনিত সমস্যায় ভুগেছেন বুমরা। ইংল্যান্ড সফরেও ফিটনেসের কারণেই পাঁচ নয়, তিন টেস্টেই খেলতে পেরেছেন ভারতীয় তারকা। এবার এই চোট সমস্যা দূর করতে বুমরার জন্য বিশেষ পরামর্শ দিলেন কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা (Glenn Mcgrath)।
অজ়ি কিংবদন্তির মতে ঠিকঠাক বিশ্রাম না পেলে বুমরার মতো বোলাররা নিজেদের ক্রিকেট সফরে বারংবার এইরকম চোট আঘাতে ভুগতেই থাকবেন। তিনি বলেন, 'ফাস্ট বোলারদের জন্য অফ সিজনটা খুবই প্রয়োজনীয়। যদি বছরের পর বছর এমনভাবেই কেউ খেলে যায়, তাহলে চোটআঘাত লাগতেই থাকবে। এটাই নিয়ম। ভাল জিন, ভাল বোলিং অ্যাকশন এবং মাঠের বাইরে প্রচুর খাটাখাটনি করে নিজেকে মজবুত করে তুলতে হবে। যারা ওভারের পর ওভার, দিনের পর দিন বল করে যেতে পারে, তারা স্বাভাবিক নয়। ৯৯.৯ শতাংশ ফাস্ট বোলারদেরই একটা অফ সিজন প্রয়োজন।'
ম্যাকগ্রার মতে যেহেতু বুমরা এত মূল্যবান, তাই ম্যানেজমেন্টে থাকা ব্যক্তিদের তাঁকে নিয়ে অনেক সময়ই বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। 'ও ম্যাচ উইনার, তাই সকলেই চাইবে ও বেশি বেশি ম্যাচ খেলুক, সেটাই স্বাভাবিক। তবে এটা কঠিন, কারণ ওর বোলিং অ্যাকশনটা অভিনব। বাকি ফাস্ট বোলারদের থেকে সেই কারণেই ওর শরীরের ওপর আরও অনেক বেশি চাপ পড়ে। অস্ট্রেলিয়ায় তো ও যখনই খেলেছিল, ম্যাচগুলি একেবারে হাড্ডাহাড্ডি হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত পর পর ম্যাচ খেললেই ও চোটের কবলে পড়েছিল। তাই ওর ক্ষেত্রে অধিনায়ক এবং উচ্চ পদাধিকারী তো বটেই, কিন্তু সবথেকে বেশি ও কী চাইছে, তার ওপর অনেক কিছু নির্ভরশীল।' দাবি অজ়ি কিংবদন্তির।
চলতি ওভাল টেস্ট ম্যাচ খেলছেন না বুমরা। তাই তাঁকে ম্যাচের মাঝেই ছেড়েও দেওয়া হল। ক্যালেন্ডারে এখনই কোনও ফিক্সচার না থাকায়, বুমরার একটি লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর পরবর্তী সম্ভাব্য উপস্থিতি হতে পারে এশিয়া কাপ ২০২৫-এর সময়, যদি টুর্নামেন্টটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। যদি তা না হয়, তবে বুমরার ফিরে আসার সম্ভাবনা রয়েছে অক্টোবরে, যখন ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, এর পরে অস্ট্রেলিয়া সফর হতে পারে।