অ্যাডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর তার পরও ঠাণ্ডা মাথায় বিধ্বংসী স্পেলে শেষ করে দিয়েছিলেন অজি ব্যাটিংকে। দ্বিতীয় টেস্টে আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে নামবেন দলের মুখ্য পেসার হিসেবে শুধু। নেতৃত্বের চাপ থাকবে না বুমরার (Jasprit Bumrah) কাঁধে। আর সেই ম্য়াচে মাত্র একটি উইকেট নিলেই বিশ্ব ক্রিকেটে এক বিরল কৃতিত্বের মালিক হবেন তারকা ডানহাতি পেসার।
পারথে ভারতীয় দল ১৫০ রানে অল আউট হয়ে যাওয়ার পর হারের আশঙ্কা তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার অন্দরমহলে। কিন্তু বুমরার ৫ উইকেট অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড পুরো ভেঙে দিয়েছিল। কামিন্স বাহিনী প্রথম ইনিংসে মাত্র ১০৪ রান বোর্ডে তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসেও বুমরা ৩ উইকেট নেন। মোট ৮ উইকেট। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত বুমরার ঝুলিতে রয়েছে ৪৯ উইকেট। আর একটি উইকেট নিলেই সংখ্য়াটা ৫০ হয়ে যাবে। সেক্ষেত্রে চলতি বছরে বুমরাই বিশ্বের প্রথম বোলার হবেন যাঁর ঝুলিতে টেস্টে ৫০ উইকেট থাকবে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই বছর ৪৬ উইকেট নিয়েছেন টেস্টে। যদিও পারথে তিনি খেলেননি। অ্য়াডিলেডেও সুযোগ পাবেন কি না সন্দেহ আছে।
এদিকে, দ্বিতীয় টেস্টের আগে সিডনির প্রথমসারির সংবাদপত্র মর্নিং হেরাল্ডে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অজি অধিনায়ক ও অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথ জানিয়েছেন বুমরার বিরুদ্ধে খেলা তাঁর কাছে একপ্রকার আতঙ্ক। স্মিথ বলেন, ''রান আপ নেওয়া থেকে শুরু করে বল রিলিজ করার মুহূর্ত পর্যন্ত ওঁর পুরো অ্য়াকশনটাই কেমন যেন অদ্ভুত। অন্য় বোলারদের সঙ্গে কোনওভাবেই মেলানো যাবে না।''
স্মিথ আরও বলেন, ''আমি বুমরার বিরুদ্ধে অনেকদিন ধরেই খেলছি। অনেকগুলো ম্য়াচে খেললাম। কিন্তু এখনও আমাকে সমান সমস্যায় পড়তে হয় ওঁর বিরুদ্ধে খেলার সময়। প্রথমে অনেকটা সময় নিতে হয় ক্রিজে সেট হতে ওঁ যখন বল করে। নইলে ছন্দ পাওয়া মুশকিল। অন্য বোলারের বিরুদ্ধে এতটা সমস্যায় পড়তে হয় না।''
পারথ টেস্টে ব্যাট করতে নেমে প্রথম বলেই বুমরার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল স্মিথকে। হঠাৎ করে নীচে নেমে যাওয়া বলটি বুঝতেই পারেননি বিশ্বজয়ী ব্যাটার। লেগবিফোর হয়ে যান তিনি। গোলাপি বলের টেস্টেও যে অজি শিবিরের আতঙ্ক হয়ে উঠবেন বুম বুম বুমরা, তা বলাই বাহুল্য।