মেলবোর্ন: ভারত বক্সিং ডে টেস্টে হেরেছে। কিন্তু জয়োধ্বনি চলছে একজনের নামে।
সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পেলেন আর এক বড় স্বীকৃতি। আইসিসি-র (ICC) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে ঢুকে পড়লেন আমদাবাদের ফাস্টবোলার ।
আইসিসি সোমবারই বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত হয়েছেন চার ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বুমরা ।
চারজনের তালিকায় ইংল্যান্ডের দুই ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন জো রুট (Joe Root) ও হ্যারি ব্রুক (Harry Brook)। সেই সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ।
রবিবারই জানা গিয়েছিল যে, আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন অর্শদীপ সিংহ ও বাবর আজম । এঁদের মধ্যে অর্শদীপ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ।
বুমরা চলতি বছরে ১৩টি টেস্ট খেলেছেন । এবং পেয়েছেন ৭১টি উইকেট । যা তাঁর কেরিয়ারে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি। টেস্টে এ বছরে তাঁর চেয়ে বেশি উইকেট আর কেউই পাননি ।
বর্ডার গাওস্কর ট্রফিতেও দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা । ৪ টেস্টে ৩০ উইকেট তুলে নিয়েছেন । তাঁর সবচেয়ে কাছাকাছি যিনি রয়েছেন, সেই প্যাট কামিন্স পেয়েছেন ২০ উইকেট । চলতি সিরিজে প্রথম ম্যাচে অধিনায়ক হিসাবে প্রথমবার নেমেছিলেন বুমরা । আর পারথে সেই ম্যাচে ভারতকে জেতাতেও বড় ভূমিকা নিয়েছিলেন । সেই টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯০ রানে হারিয়েছিল ভারত । পরে অবশ্য রোহিত শর্মা দলে যোগ দেওয়ার পর নেতৃত্বের দায়িত্বও যায় হিটম্যানের হাতে ।
আরও পড়ুন: তিতাস-রিচা খেললেও মধ্য প্রদেশের কাছে বিরাট পরাজয় বাংলার, ঝুলনের সামনেই ফাইনালে স্বপ্নভঙ্গ
পাশাপাশি ব্যাট হাতে দুরন্ত ছন্দে ইংল্যান্ডের রুট। ২০২৪ সালে ১৭ টেস্টে ৬টি সেঞ্চুরি করেছেন রুট। সঙ্গে পাঁচটি হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক এ বছরই প্রথম আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হয়েছিলেন। চলতি বছরে টেস্টে ১১০০ রান করেছেন ব্রুক।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।