মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) ভারতের হারের পরই চারিদিকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে রোহিত শর্মা (Rohit Sharma) কি এবার অবসর নিতে চলেছেন? টেস্ট ক্রিকেটে কি নিজের শেষ ম্য়াচ খেলে ফেললেন হিটম্য়ান? অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ, ব্যাটার হিসেবে চূড়ান্ত ব্যর্থ। সোশ্য়াল মিডিয়ায় তুমুল সমালোচিত হতে হচ্ছে রোহিতকে। উপস্থাপিকা ইশা গুহর সঙ্গে কথা বললেন ম্য়াচের পর। সাংবাদিক বৈঠকেও এলেন। কিন্তু একবারও নিজের অবসর প্রসঙ্গে কোনও উচ্চবাক্য করতে শোনা গেল না রোহিতের মুখে। এরপরই বলাবলি শুরু হয়েছে, তাহলে রোহিত কি অবসর নেবেন না টেস্ট থেকে? সিডনি টেস্টেও কি একাদশে দেখা যাবে ভারত অধিনায়ককে?
টাইমস অফ ইন্ডিয়ার সূত্র বলছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে থেকে অবসর নিতে পারেন সিডনি টেস্টের পর। এমসিজিতে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা মোটামুটি হয়ত ছেড়েই দিয়েছেন সবাই। কারণ সিডনিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে। সেই সিরিজে অজিদের হারতে হবে। তবেই একমাত্র ভারতীয় দলের জন্য ফাইনালের রাস্তা খুলতে পার। তবে তারও আগে সিডনিতে জিতলে বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখা যাবে। গত ১০ বছরে একবারও এই সিরিজ হারেনি ভারত। ২০১৭-১৮ বিরাট কোহলির নেতৃত্বে ও ২০২০-২১ মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে এই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।
রোহিতও চাইবেন না সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় আচমকা দলকে চাপে ফেলে সরে আসতে। তার জন্যই হয়ত সিডনি টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। এমনকী যেনতেন প্রকারে অন্তত বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখতে মরিয়া হিটম্য়ান।
এমনিতে সিরিজে একবারেই ফর্মে নেই রোহিত। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে নেমেছিলেন রোহিত। এদিন ৩৯টি বল বেশ ভালই খেলছিলেন। ৯ রানও নিজের নামের পাশে যোগ করেন। মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন ভারত অধিনায়ক। কিন্তু সেই সময়ই কামিন্সের বলে আচমকাই ফ্লিক করতে যান হিটম্য়ান। আর তা ব্যাটের কোনায় লেগে চলে যায় গালিতে থাকা মার্শের কাছে। ৪০ বলে ৯ রান করে মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে নিজের অভিযান শেষ করেন রোহিত। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ৬ নম্বর বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়ককে সর্বাধিক আউট করার নজির এখন কামিন্সের দখলে।