নয়াদিল্লি: ৫০ ওভারের বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গিয়েছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে হাতে গোনা কয়েকটি ম্যাচ রয়েছে। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বিশ্বকাপ খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বোর্ড সচিব জয় শাহের মন্তব্যে সেই ধোঁয়াশা আরও বাড়ল।
বোর্ড কর্তা এবং নির্বাচকদের সঙ্গে বিশ্বকাপ পরবর্তী বৈঠকে রোহিত নাকি নিজের টি-টোয়েন্টি ভবিষ্যৎ প্রসঙ্গে কী ভাবা হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন। বোর্ডে তাঁকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতা হিসাবে চাইছে বলে জানানো হয়েছে বলেও খবর। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে রোহিত নেই। তিনি বিশ্রাম চাওয়ায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় অধিনায়ক গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে বিশ ওভারের ফর্ম্যাটে আর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্বও করেননি।
এই সিরিজ়ের পর ভারতের বিশ্বকাপের দল নির্বাচনের আগে কেবল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ই অবশিষ্ট রয়েছে। তাই স্বাভাবিকভাবেই রোহিত কবে দলে ফিরবেন, সেই নিয়ে জল্পনা বাড়ছে। বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) মন্তব্যেও জট কাটার বদলে আরও ধোঁয়াশা বাড়লই। ডব্লিউপিএলের নিলামে জয় শাহ বলেন, 'এখনই এত ভবিষ্যৎ নিয়ে এত ভাবার প্রয়োজনটা ঠিক কী? জুনে তো (টি-টোয়েন্টি) বিশ্বকাপ শুরু হবে। তার আগে তো আইপিএল আছে এবং আফগানিস্তান সিরিজ়ও রয়েছে তার আগে।'
বিশ্বকাপে শুধু রোহিতের খেলা নিয়ে নয়, প্রবল জল্পনা আরেক ভারতীয় মহাতারকা বিরাট কোহলির খেলা নিয়েও। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। দুর্দান্ত ফর্মেও রয়েছেন। সদ্যই ৫০ ওভারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে রিপোর্ট অনুযায়ী আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা ব্যাটারকে জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে চাপে বিশ্বকাপ খেলতে নাও দেখা যেতে পারে। বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় নেই বলেই শোনা যাচ্ছে।
বোর্ডের বৈঠকে উপস্থিত এক বিসিসিআই আধিকারিক নাম না করে জানান যে বোর্ডের তরফে টি-টোয়েন্টি দলে তিন নম্বরে এমন একজনকে চাওয়া হচ্ছে যে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারবেন। এক্ষেত্রে কোহলির বদলে এক্ষেত্রে ঈশান কিষাণকে তিনের দৌড়ে সবার আগে রাখা হচ্ছে। কোহলি আবার আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজির হয় ওপেন করেন। কিন্তু ভারতীয় দলের ওপেনিংয়েও জায়গা নেই। সেখানে রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের একজনকে দেখা যাবে বলে খবর। তবে দুরন্ত আইপিএল কিন্তু সমস্ত হিসেব নিকেশ বদলে দিতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ২ বছর পর প্রত্যাবর্তন, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন রাসেল