মুম্বই: ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন। এরপরই এই ফর্ম্য়াট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন রোহিত শর্মা। তাঁকে আর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। শুধু রোহিতই নন, বিরাট কোহিল ও রবীন্দ্র জাডেজাও এই ফর্ম্য়াট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কে দেশের জার্সিতে নেতৃত্বভার সামলাবেন, তা এখন আলোচ্য বিষয়। কিন্তু বাদিবাকি দুটো ফর্ম্য়াটেও কি এবার রোহিত শর্মা অবসর নিতে চলেছেন? কারণ বাকি দুটো ফর্ম্যাটে এখনও হিটম্য়ানই দেশের অধিনায়ক আছেন। 


এই বিষয়ে এবার মুখ খুললেন বোর্ডের সচিব জয় শাহ। নিজের সোশ্য়াল মিডিয়ায় রোহিতের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব। সেখানেই জানিয়ে দিলেন যে রোহিত শর্মার নেতৃত্বেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে ভারত। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রোহিত ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন বলে জানিয়ে দিলেন বোর্ড সচিব। জয় শাহ বলছেন, ''২০২৩ সালে জুনে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিলাম। কিন্তু তা হেরে গিয়েছিলাম আমরা। ওয়ান ডে বিশ্বকাপের সময়ও ফাইনালে হেরে আঘাত পেয়েছিলাম সবাই। আমি গত ফেব্রুয়ারিতে রাজকোটে জানিয়েছিলাম যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবে। রোহিত শর্মা ঠিক সেটাই করেছে।''


 






এরপরই জয় শাহ আরও বলেন, ''এই জয়ের পর আমাদের পরবর্তী লক্ষ্য ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আমি ভীষণভাবে আত্মবিশ্বাসী যে রোহিত শর্মার নেতৃত্বে এই ভারতীয় দল সেখানেও সাফল্য পাবে। আরও একবার সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম।''


উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অভিষেক হয় রোহিতের। টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই প্রথমবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন হিটম্য়ান। এরপর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোহিত। যদিও সেই সময় ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতেন রোহিত। পরে ওপেনার হিসেবে তাঁকে খেলানো শুরু করেন এম এস ধোনি। বাকিটা ইতিহাস। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে চারটি সেঞ্চুরি রয়েছেন রোহিতের।