নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা সামলে আয়ার্ল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20 2023) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল (Indian Women's Cricket Team)। সেমিফাইনালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার মাঠে নামবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ২০২০ সালে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে ভারতের খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Gooswami) মনে করছেন এই অজি দলকে কিন্তু হরমনপ্রীতরা হারাতে পারেন।


জয়ের পথ


ঝুলন গোস্বামীর বলেন, 'আমরা সবাই জানি পাঁচ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ঠিক কতটা শক্তিশালী দল। দলে দারুণ বৈচিত্র রয়েছে এবং ওদের সবদিক থেকেই শক্তিশালী। তাই ওদের হারাতে ভারতকে দারুণ ক্রিকেট খেলতে হবে। অবশ্য এরপরেও বলব ভারতীয় দলের জন্য ওদের হারিয়ে ফাইনালে পৌঁছনো অসম্ভব কিছুই নয়।'


টিম ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারেই আহামরি পারফর্ম করতে পারেনি। তবে এই নিয়ে টানা তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে সক্ষম হয়েছেন হরমনপ্রীতরা। ঝুলন মনে করছেন মাথা ঠান্ডা রেখে, সহজ সরল ক্রিকেট খেলতে পারলেই ভারতীয় দল অজিদের হারাতে পারবে।


'ভারতীয় দলের তরুণীদের উচিত জিনিসপত্র বেশি জটিল না করে, চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলা। কঠিন মুহূর্তগুলিতে মনে দ্বিধা রাখলে চলবে না। যদি চাপের মুখে কোনও বলে বড় শট মারতেই হবে যদি মনে হয়, তাহলে নির্দ্বিধায় বড় শট খেলা উচিত। সেট ব্য়াটারকে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে হবে। এতে ডট বলের সংখ্যাটা আশা করি কমবে।' বলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার।


ডব্লিউপিএলের টাইটেল স্পনসর


আগেই আয়োজিত ওমেন্স প্রিমিয়ার লিগের (Women's Premier League) নিলাম। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরের নামও ঘোষণা করলেন। বছর কয়েক আগেই আইপিএলের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছিল টাটা গোষ্ঠী (Tata Group), এবার ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরও হলেন তাঁরাই।


বিসিসিআই সচিব জয় শাহ মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যেও টাটা গ্রুপ প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরশিপ জিতে নিয়েছে। আমরা আশাবাদী ওঁদের সমর্থনে আমরা মহিলাদের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হবে।' যদিও জয় শাহের ট্যুইট অনুযায়ী টাটা গোষ্ঠী শুধু প্রথম ডব্লিউপিএলের টাইটেল স্পনসরশিপই জিতেছে, তবে গোটা বিষয়টির সঙ্গে অবগত এক সূত্রের তরফে জানানো হয়েছে যে আগামী পাঁচ বছর টাটাই ডব্লিউপিএলের টাইটেল স্পনসর থাকবে। 


আরও পড়ুন: '১০ ম্যাচের সিরিজে ১০-০ জিতত ভারত', অজি দলকে 'ডুপ্লিকেট' বলে কটাক্ষ হরভজনের