কলকাতা: নদিয়ার চাকদহ থেকে লোকাল ট্রেনে চেপে কলকাতা। তারপর বিবেকানন্দ পার্কে ক্রিকেট সরঞ্জাম নিয়ে রগড়ানি। পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্নকে প্রত্যেক দিন লালন পালন করে গিয়েছেন। পরিশ্রম করেছেন অক্লান্ত। বিফলে যায়নি সেই সাধনা। চাকদহের সেই কন্যাই পরবর্তী কালে হয়ে ওঠেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি - ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। যাঁর জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। নাম ভূমিকায় বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা।
ছাত্রীর জীবনযুদ্ধ রুপোলি পর্দায় কতটা নিখুঁতভাবে ফুটে উঠল, তা আর দেখে যাওয়া হল না গুরুর। প্রয়াত হলেন ঝুলন গোস্বামীর কোচ স্বপন সাধু। বিবেকানন্দ পার্কে যাঁর প্রখর নজরে আর তত্ত্বাবধানে ঝুলনের ক্রিকেটীয় স্বপ্নের বিকাশ, প্রতিভার উন্মেষ ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় যে খবর সোমবার জানালেন ঝুলন নিজেই। কোচের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন ঝুলন। সঙ্গে লিখেছেন, 'আজ আমি শুধু একজন কোচকে হারালাম তাই নয়, হারালাম একজন মেন্টর ও পথ প্রদর্শককে। স্বপ্নন সাধু স্যর, আপনি শুধু ক্রিকেটার হিসাবেই নয়, মানুষ হিসাবেও আমাকে গড়ে তুলেছিলেন। আপনার শিক্ষা আমার হৃদয়ে অনুরণিত হবে। শান্তিতে থাকুন। সব কিছুর জন্য ধন্যবাদ। আপনার কথা সব সময় মনে পড়বে। ওম শান্তি।'
চাকদহ থেকে বিবেকানন্দ পার্কে এসে স্বপ্ন ছোঁয়ার দৌড়, ঝুলনের জীবন যেন রূপকথা। স্বপন সাধুর কোচিং ক্যাম্পে তিনি যে দিন প্রথম গিয়েছিলেন, ঝুলন অপেক্ষা করছিলেন স্যর কখন তাঁকে ব্যাট করতে দেবেন। কিন্তু অভিজ্ঞ স্বপন স্যর তাঁর উচ্চতা দেখেই বুঝে গিয়েছিলেন, এ মেয়েকে দিয়ে বল করাতে হবে। ব্যাটিং নয়, তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন। বল হাতে চাকদহ এক্সপ্রেসের দৌড় সেই শুরু।
প্রায় পনেরো বছরের আন্তর্জাতিক জীবনে পেরিয়ে গিয়েছে অনেক উজ্জ্বল স্টেশন! বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি। বিশ্বের দ্রুততম বোলার। আইসিসি বর্ষসেরা ক্রিকেটার। বিশ্বের সেরা অলরাউন্ডার। বিশ্বের সেরা পেসার। ভারতীয় পেসারদের মধ্যে একমাত্র কপিল দেব যে উচ্চতায় পৌঁছেছিলেন। কপিল ছাপিয়ে গিয়েছিলেন রিচার্ড হ্যাডলিকে। বঙ্গতনয়া ভেঙে দিয়েছিলেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিকের দশ বছরের রেকর্ড। সেই ক্যাথরিন, যিনি ঝুলনের আদর্শ বোলার।
ইডেনে ঝুলনের নামে একটি স্ট্যান্ডের নামকরণ হচ্ছে। ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের আগে স্ট্যান্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সেই বর্ণময় দিন আর দেখে যাওয়া হল না কোচ স্বপন সাধুর।
আরও পড়ুন: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি