মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দলের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) যেভাবে ব্যবহার করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা দেখে ক্ষুব্ধ হরভজন সিংহ। প্রাক্তন ভারতীয় স্পিনারের মতে, বুমরাকে ছিবড়ে করে ছেড়েছে টিম ইন্ডিয়া। যে কারণে চোটও পেতে হয়েছে আমদাবাদের ফাস্টবোলারকে।


ভারতীয় পেসার সিডনি টেস্টের সময় চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারের মধ্যেও ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল বুমরা। তিনি ৫ ম্যাচে মোট ৩২ উইকেট নিয়েছিলেন। গোটা সিরিজে মোট ১৫১.২ ওভার বল করেছিলেন বুমরা। যা চমকে ওঠার মতো পরিসংখ্যান।


শেষ পর্যন্ত যা ভারতীয় পেসারের শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। পিঠের চোটে ভুগছিলেন বুমরা। সিডনি টেস্টের ৩য় দিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি বুমরা। ভারতও ম্যাচটি হেরে যায়। সিরিজ হারে ১-৩ ব্যবধানে।


নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় হরভজন দাবি করেছেন যে, বুমরাকে আখের মতো পিষে নিয়েছিল ভারতীয় দল। এবং বুমরাকে এমন অবস্থায় ফেলা হয়েছিল যে, শেষ পর্যন্ত সিডনি টেস্টের শেষ ভাগে তাঁকে আর পাওয়া যায়নি।


প্রাক্তন স্পিনার মনে করেন, বুমরাকে যদি তৃতীয় দিনে পাওয়া যেত, অস্ট্রেলিয়া হয়তো ম্যাচটি জিতত। তবে লড়াই আরও হাড্ডাহাড্ডি হতো। হরভজন শেষে বলেছেন যে, টিম ম্যানেজমেন্টই পেসারের 'পিঠ' কার্যত ভেঙে দিয়েছে। বুমরাকে ব্যবহার করা নিয়ে আরও ভাল পরিকল্পনা করা উচিত বলেই মত ভাজ্জির।


'বুমরাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল যেভাবে আপনারা আখের রস তৈরি করেন। আখকে বারবার চিপে চিপে পিষে নিংড়ে রস বার করা হয়। যেন ট্র্যাভিস হেড এসে বলেছে, বুমরাকে বল দাও। মার্নাশ এসে বলেছে, বুমরাকে বল দাও। কিংবা স্টিভ স্মিথ এসে বলেছে, বুমরাকে বল দাও', নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন হরভজন।


ভাজ্জি আরও বলেছেন, 'বুমরা কত ওভার বল করবে? ওকে এমন অবস্থায় নামিয়ে আনা হয়েছে যে, শেষ পর্যন্ত পাওয়া যায়নি। বুমরা শেষ পর্যন্ত থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম টেস্টেও জিতত। কিন্তু ওরা আট উইকেট হারিয়ে ফেলত। ম্যাচটা তাদের জন্য কঠিন হতো। আপনি ওর পিঠ ভেঙে দিয়েছেন। ওকে কত ওভার বল করানো উচিত তা নিয়ে ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা করা দরকার।' 


আরও পড়ুন: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি