হেডিংলে: তিনিই ইংল্য়ান্ড ব্যাটিং লাইন আপের স্থম্ভ। দুরন্ত ফর্মেও রয়েছেন। যদিও হেডিংলে টেস্টে প্রথম ইনিংসে বড় রান পাননি জো রুট। ব্যাটিং করতে নেমে মাত্র ২৮ রান করেই প্য়াভিলিয়নে ফিরতে হয়েছে প্রাক্তন ইংরেজ অধিনায়ককে। জসপ্রীত বুমরার বলে করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন তিনি। তবে এরমধ্য়েই সচিন তেন্ডুলকরকে টেক্কা দিয়ে দিয়েছেন রুট। 

চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন জো রুট। ২ রান পূরণ করতেই সচিন তেন্ডুলকরকে একটি বিষয়ে টেক্কা দিয়ে দিয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড টেস্টের ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক রান করার তালিকায় এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন জো রুট। ১৬ টেস্টে এই মুহূর্তে তাঁর স্কোর ১৫৭৯ রান। অন্য়দিকে নিজের ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে মাস্টার ব্লাস্টার ১৭ টেস্টে ১৫৭৫ রান করেছেন। চারটি সেঞ্চুরি ও আটটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। রুটের ঝুলিতে সাতটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান করেছেন।

ইংল্য়ান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্টে সর্বাধিক রানের তালিকায় কে কে আছেন

জো রুট (ইংল্যান্ড)- ১৫৭৯সচিন তেন্ডুলকর (ভারত)- ১৫৭৫রাহুল দ্রাবিড় (ভারত)- ১৩৭৬অ্য়ালেস্টার কুক (ইংল্যান্ড) - ১১৯৬সুনীল গাওস্কর (ভারত)- ১১৫২গ্রাহাম গুচ (ইংল্য়ান্ড) - ১১৩৪ইয়ান বেল (ইংল্যান্ড) - ৯৯১বিরাট কোহলি (ভারত) - ৯৭৬

আগামী ৯ ইনিংস খেলার সুযোগ পাবেন রুট। আর এই দশ ইনিংসে যদি ৩৭৩ রান করতে পারেন, তবে টেস্ট ফর্ম্য়াটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে যেতে পারেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। সেক্ষেত্রে রিকি পন্টিংকেও টেক্কা দিয়ে সচিনের ঠিক পরেই জায়গা করে নেবেন রুট। এই তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০ টেস্টে মোট ১৫, ৯২১ রান করেছেন ৫৩.৭৮ গড়ে ব্য়াটিং করে। তার মধ্য়ে রয়েছে ৫১টি শতরান ও ৫৮টি অর্ধশতরানের ইনিংস। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। ১৬৮ ম্য়াচে ১৩৩৭৮ রান করেছেন পান্টার। তাঁর ঝুলিতে রয়েছে ৪১টি শতরান ও ৬২টি অর্ধশতরান। 

প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান করেছেন ৫৫.৩৭ গড়ে। কালিসের ঝুলিতে রয়েছে ৪৫টি সেঞ্চুরি ও ৫৮টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড় চতুর্থ স্থানে এই তালিকায়। তাঁর ঝুলিতে ১৬৪ টেস্টে ১৩, ২৮৮ রান। ৩৬টি সেঞ্চুরি ও ৬৩টি অর্ধশতরান রয়েছে। রুট এই তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন। ১৫৩ টেস্টে ১৩০০৬ রান করে ফেলেছেন ৫০.৮০ গড়ে। ৩৬টি শতরান ও ৬৫টি অর্ধশতরান তাঁর নামের পাশেও রয়েছে।