আবু ধাবি: বয়স ৪০ পেরিয়েছে। খেলাও ছেড়েছেন বহুদিন। তবে এখনও তিনি অনায়াসেই বিশ্বের সেরা ফিল্ডারদের টক্কর দিতে পারেন। দক্ষিণ আফ্রিকা বনাম আয়ার্ল্যান্ডের (Ireland Vs South Africa) ম্যাচে জেপি ডেমিনি (JP Duminy) হাতেনাতে তাঁর প্রমাণই দিলেন। 


আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের শেষ ম্যাচে ফিল্ডিং করতে নামেন ডুমিনি। অত্যাধিক গরমে ক্লান্ত, অতিষ্ট প্রোটিয়া দলের তারকাদের বদলে দলের হয়ে ফিল্ডিং নামেন ডুমিনি। আইরিশ ইনিংসের শেষ ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করার সময় হ্যারি টেক্টরের এক শট ঝাঁপিয়ে বাঁচান ডুমিনি। টেক্টরের রিভার্স স্কুপ ঠিকঠাক ব্যাটে বলে না হওয়ায় ৩০ গজের সার্কেলও পার করতে পারেনি। ডুমিনির থেকে বেশ খানিকটা দূরে বল ড্রপ পড়ে। তারপরেই বল তাঁর থেকে দূরে যেতে দেখে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাঁচান তিনি।


 






 


ডুমিনি কিন্তু ২০১৯ সালেই অবসর ঘোষণা করেছেন। প্রাক্তন তারকা বর্তমানে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের কোচিং স্টাফের সদস্য। নিজের জমানায় অনবদ্য ফিল্ডার হিসাবে ডুমিনির সুখ্যাতি ছিল। ক্রিকেটারদের ক্লান্তির জেরে উপযুক্ত বিকল্প হিসাবে তাই তাঁকেই বেছে নেওয়া হয়। কিন্তু খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও তাঁর এই ফিটনেস, ফূর্তি কিন্তু চোখে পড়ার মতো। ৪০-র ডুমিনির ফিল্ডিং দেখে মুগ্ধ নেটিজেনরাও। তাঁকে প্রশংসায় ভরিয়েছেন সকলেই। 


দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডেতে ৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে আয়ার্ল্যান্ড। তবে সিরিজ় ২-১ জেতে প্রোটিয়ারাই। ম্যাচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে বেশ চ্যালেঞ্জিং ২৮৪ রান বোর্ডে তোলে প্রোটিয়ারা। পল স্টার্লিং সর্বাধিক ৮৮ রানের ইনিংস খেলেন। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির সঙ্গে তাঁর সেঞ্চুরি রানের পার্টনারশিপই আয়ার্ল্যান্ডের হয়ে ভিতটা গড়ে দেয়। বালবার্নি ৪৫ রানের ইনিংস খেলেন। হ্যারি টেক্টর শতাধিক স্ট্রাইক রেটে দুরন্ত ৬০ রানের ইনিংস খেলেন।


জবাবে ১০ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কাইল ভিরেনা ৩৮ রানের ইনিংস খেলেন। দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেন জেসন স্মিথ। ৯১ রান আসে তাঁর ব্য়াট থেকে। তবে ২১৫ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পাজামা-পাঞ্জাবি পরে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির ব্রায়ান লারা, করলেন বাঙালিদের শান্তিকামনা