ঢাকা: নজির গড়লেন কাগিসো রাবাডা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দিনেই দাপট দেখালেন প্রােটিয়া বোলিং ব্রিগেড। যাতে নেতৃত্ব দেন রাবাডা। নিজে ৩ উইকেটও তুলে নেন। আর তার সঙ্গে সঙ্গেই এক নজির গড়লেন বিশ্ব ক্রিকেটে। বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম বল করে তিনশো উইকেটের মালিক হলেন প্রাোটিয়া পেসার। তিনি টেক্কা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে। এই তালিকায় প্রথম পাঁচে নেই আর কোনও প্রোটিয়া পেসার।


অ্যালান ডোনাল্ড পারেননি, শন পোলক পারেননি। সেই কাজটাই করে দেখালেন রাবাডা। নিজের টেস্ট কেরিয়ারে মোট ১১,৮১৭ বল সময় নিলেন রাবাডা তিনশো উইকেট পূরণ করতে। তাঁর আগে এই রেকর্ড ছিল ওয়াকার ইউনিসের। তিনি ১২,৬০২ বল সময় নিয়েছিলেন। ডেল স্টেন ১২,৬০৫ বল সময় নিয়েছিলেন। অ্যালান ডোনাল্ড ১৩,৬৭২ বল সময় নিয়েছিলেন। ম্য়ালকম মার্শাল ১৩,৭২৮ বল সময় নিয়েছিলেন। অর্থাৎ সবাকেই টেক্কা দিয়ে এখন তালিকায় শীর্ষে রাবাডা। মুশফিকুর, লিটন ও নঈম রাবাডার শিকার হন।


ম্য়াচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১০৬ রানে অল আউট হয়ে যায়। রাবাডা  নিজের ১১ ওভারের স্পেলে ২৬ রান খরচ করে ৩ উইকেট নেন। এছাড়াও মুলডার ও মহারাজও ৩টি করে উইকেট নেন। ড্যান পিয়েত ১ উইকেট নেন।


 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মীরপুরেই নিজের কেরিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিত এতটাই খারাপ যে শাকিব দেশেই ফিরতে পারছেন না। বিসিবির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েও তা পাননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যার ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দেশের মাটিতে ফেয়ারওয়েল সিরিজ খেলা হচ্ছে না। শাকিবের সমর্থনে রাস্তায় নেমেছিলেন তাঁর ভক্তরা। এবার তাঁদের মধ্য়েই একজনকে আক্রমণের শিকার হতে হল ঢাকায়। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে শাকিবকে নেওয়া হয়েছিল। কিন্তু সে দেশের সরকার শাকিবকে বাংলাদেশে না ফেরার পরামর্শ দেয়।দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলাদেশ সরকার। এরপরই তড়িঘড়ি শাকিবের বদলি ঘোষণা করা হয়। এরপরই শাকিবের সমর্থনে মীরপুর স্টেডিয়ামের বাইরে ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ।