পুণে: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারতে হয়েছে ভারতকে। কিন্তু সেই হারের পরই চিন্তা আরও বেড়েছে ঋষভ পন্থের চোট। প্রথম টেস্টে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় একেবারেই মাঠে নামতে দেখা যায়নি তরুণ উইকেট কিপার ব্যাটারকে। তাঁর পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছিলেন ধ্রুব জুড়েল। যদিও ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পন্থ। প্রথম টেস্টের পর পন্থের ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন রোহিতও। আর সেই থেকেই প্রশ্ন উঠেছে তবে কি দ্বিতীয় টেস্টে পন্থ আদৌ খেলবেন?


ম্যাচের দ্বিতীয় দিন কিপিং করার সময় রবীন্দ্র জাডেজার বল পন্থের পায়ে লাগে। তারপরেই মাঠ ছাড়তে হয় তারকা কিপার-ব্যাটারকে। পরে তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলেও, কিপিং করেননি। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা কি সম্ভব? রোহিত জানান পন্থের পায়ে বড় অস্ত্রোপ্রচার হয়েছে। এছাড়াও একাধিক ছোট ছোট অস্ত্রোপ্রচার হয়েছে। কিপিং করার সময় যেহেতু বারংবার উঠতে, নামতে হয়, তাই পায়ের ওপর চাপ পড়ে। এত বড় অস্ত্রোপ্রচার হওয়ার পর পন্থকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দল, সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়।  


রোহিত জানিয়েছিলেন, ''কিপিংয়ের সময় আপনাকে শরীরের পুরো অংশটাই বারবার করে ঝুঁকে যেতে হচ্ছে। প্রতিটা বলের দিকে নজর রাখতে হচ্ছে। আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে পন্থের বিশ্রামের ভীষণ দরকার। ১০০ শতাংশ তৈরি হয়েই ও মাঠে নামুক আবার।'' সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী পুরো বিষয়টাই রোহিত ও গম্ভীরের ওপরই ছেড়ে দিতে চাইছে। 


ভারত অধিনায়ক প্রথম টেস্টের পর বলেছিলেন, 'ওর পায়ে এক বড় অপারেশন হয়েছে এবং ওকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা আমরা সকলেই জানি। তাই ওকে একটু দেখেশুনে রাখতে হয়। ব্যাটিং করার সময়ও তো ও দৌড়তে পারছিল না ঠিকঠাক, খালি বড় শট মারার চেষ্টা করছিল। বিগত দেড় বছরে পায়ে একাধিক ছোট ছোট এবং এক বিরাট বড় অস্ত্রোপ্রচার হয়েছে ওর। তাই ওর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কিপিং করার সময় বারংবার উঁচু নীচু হতে হয়, হাঁটুতে চাপ পড়ে। তাই আমাদের মনে হয়েছিল ওর জন্য সাজঘরে থেকে বিশ্রাম করে পরের ম্যাচে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামাটাই শ্রেয় হবে।'