ঢাকা: ইচ্ছে প্রকাশ করেছিলেন দেশের মাটিতেই নিজের শেষ টেস্ট সিরিজ খেলবেন। ভারত সফরের সময়ই জানিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মীরপুরেই নিজের কেরিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিত এতটাই খারাপ যে শাকিব দেশেই ফিরতে পারছেন না। বিসিবির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েও তা পাননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যার ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দেশের মাটিতে ফেয়ারওয়েল সিরিজ খেলা হচ্ছে না। শাকিবের সমর্থনে রাস্তায় নেমেছিলেন তাঁর ভক্তরা। এবার তাঁদের মধ্য়েই একজনকে আক্রমণের শিকার হতে হল ঢাকায়। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে শাকিবকে নেওয়া হয়েছিল। কিন্তু সে দেশের সরকার শাকিবকে বাংলাদেশে না ফেরার পরামর্শ দেয়।দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলাদেশ সরকার। এরপরই তড়িঘড়ি শাকিবের বদলি ঘোষণা করা হয়। এরপরই শাকিবের সমর্থনে মীরপুর স্টেডিয়ামের বাইরে ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ। তাঁদের মধ্যেই এক শাকিব সমর্থককে বলেছিলেন, ''শাকিবকে দলের বাইরে রেখে কোনও মতই স্কোয়াড গঠন করা যাবে না। শাকিব বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে শাকিব কোনও অন্যায় কাজ করেছে বা কোনও ভুল করেছে। যখন আন্দোলন চলছিল ওঁ তখন দেশের বাইরে ছিল।'' এবার সেই সমর্থকদের মধ্যেই একজনকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীর বয়ানও মিলেছে পুলিশের কাছে।


২০২৩ সালে আওয়ামি লিগে যোগ দিয়েছিলেন শাকিব। এরপর গত ২ মাস আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেড়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। সরকার পড়ে গিয়েছিল। এরপর নতুন সরকারও গঠন হয়েছে। শাকিবও আওয়ামি লিগের সদস্য হওয়ায় তাঁকেও আক্রমণের শিকার হতে হয়। বৃহস্পতিবার শাকিবের বিরুদ্ধে শের ই বাংলা স্টেডিয়ামের মূল দ্বারে যখন বিক্ষোভ চলছিল, তখন ভেতরে অনুশীলন চলছিল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের। ২১ অক্টোবর থেকে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। সেই টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। ম্যাচটি খেলতে বৃহস্পতিবার রাতেই দুবাই হয়ে  ঢাকায় পৌঁছানোর কথা ছিল শাকিবের।