নয়াদিল্লি: ঘরের মাঠে লজ্জায় ডুবেছিল ভারতীয় ক্রিকেট। নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ হেরেছে ভারত। দেশের মাটিতে ৩ টেস্টের সিরিজে কোনও দিন ০-৩ ফলে হারেনি ভারত। 


এরপরই টেস্টের আঙিনায় ভারতের অগ্নিপরীক্ষা। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে (India vs Australia) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটি থেকে এর আগে দুবার বর্ডার গাওস্কর ট্রফি জিতে এসেছে ভারত। এবার হ্যাটট্রিকের হাতছানি। যদিও পরিস্থিতি এবার অন্যরকম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় কী হবে? সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে, নাকি নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা অস্ট্রেলিয়াতেও বিপাকে ফেলবে ভারতকে? এ নিয়ে মতামত দিলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব।


২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাওস্কর ট্রফি। কিন্তু তার আগে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে বিপর্যস্ত হয়েছে টিম ইন্ডিয়া। সেই চাপ মাথায় নিয়েই অস্ট্রেলিয়ায় নামতে হবে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দলকে। রানে ফিরতে হবে রোহিত-বিরাটকেও। কপিল বলেছেন, "নিজেদের মতো খেলতে হবে ওদের। রোহিত আর বিরাট গত ১৫ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। ওরা ক্রিকেট বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। তবে মাঝেমধ্যে একটু বেশি মনোযোগ দিতে হবে। আমি শুধু বলব, মাঠে যাও, উপভোগ করো, নিজেদের খেলা খেলো। আর আগের সিরিজে নিউজ়িল্যান্ডের সঙ্গে কী হয়েছে ভুলে যাও।"


অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে একটা গোলাপি বলে নৈশালোকে টেস্ট ম্যাচ আছে। কপিল অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর বক্তব্য, "যদি আগের সিরিজটা ভুলে যাওয়া যায়, তাহলে ভারতীয় দল ভালই খেলবে বলে আমার বিশ্বাস। আমি চাই, ভাগ্যও ভারতীয় দলকে সাহায্য করুক। যদি কোনও সমস্যা হয়, তাহলে সেটা দ্রুত ঠিক করে নিতে হবে। ভুল সংশোধন করে নিতে হবে। আমরা দেশের স্পিনার, ব্যাটারদের জন্য গর্বিত। বর্ডার গাওস্কর ট্রফির জন্য ওদের শুভেচ্ছা জানাই। খারাপ সময় কেটে গিয়েছে। এখন ইতিবাচক দিকগুলোতে নজর দেওয়া যাক। আশা করি, ওরা অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো খেলবে। এটুকুই শুধু রোহিতদের বলতে চাই।"


আরও পড়ুন: ভারতের জাতীয় সঙ্গীতের সময় বিপত্তি! কেন দুবার গলা মেলাতে হল সূর্যকুমার-হার্দিকদের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।