ডারবান: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টির (IND vs SA 1st T20I) প্রথম ইনিংসের শুরুর দিকটা পুরোপুরিই ভারতীয় ব্যাটাররা দাপট দেখান। সৌজন্যে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দুরন্ত সেঞ্চুরি। তবে ইনিংসের শেষ পাঁচ ওভারে দুরন্তভাবে ম্যাচে ফিরল প্রোটিয়া শিবির। মাত্র ৩৫ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২০২ রান তুলল ভারত।


এদিন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। অবশ্য অধিনায়ক সূর্যকুমার যাদব জানান টস জিতলেও, ভারতীয় দল ব্যাটই করত। তবে শুরুটা ভারতীয় দল খুব ভাল যে করেছিল, তেমনটা নয়। মাত্র সাত রানেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ২৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে ব্যাটে নেমেই চার, ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। আর স্যামসন তো অনবদ্য ছন্দে ছিলেনই।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ার প্লেতেই ২০ বলে ৩৫ রান তুলে ফেলেন স্যামসন। এরপর ফিল্ডাররা ছড়িয়ে গেলেও কিন্তু স্যামসনের আক্রমণের ঝাঁঝ এতটুকুও কমেনি। নাকাবার বিরুদ্ধে অষ্টম ওভারে নাগাড়ে দুই ছক্কা হাঁকান স্যামসন। তারকা কিপার-ব্যাটার নব্বইয়ের ঘরের দিকে এগোলেও, তাঁর আগ্রাসন এতটুকুও কমেনি। তিনি দেখতে দেখতেই সেঞ্চুরি পূরণ করে ফেলেন। মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে ফিল সল্টদের তালিকায় যোগ দিয়ে নাগাড়ে দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে সেঞ্চুরি এল স্যামসনের ব্যাট থেকে।    


 






 


শতরান করার পাশাপাশি সূর্যকুমার ও তারপর তিলক বর্মার সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন স্যামসন। সূর্যকুমার ২১ ও তিলক ৩৩ রান করেন। সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি স্যামসনও। ১০৭ রানে সাজঘরে ফেরেন স্যামসন। পরপর তিন ওভারে তিলক ও সঞ্জু, দুই সেট ব্যাটারসহ তিন উইকেট হারিয়ে ভারতের রানের গতি কমে যায়। শেষমেশ দুশো পার করলেও, যতটা মনে হচ্ছিল, তত বড় রান করতে পারেনি ভারত। তবে এই ম্যাচ জিততেও ডারবানে দশ্রিণ আফ্রিকাকে রেকর্ড রান করতে হবে। ডারবানে কোনও দল সর্বাধিক ১৯১ রান করে ম্যাচ জিতেছে। প্রোটিয়াদের লক্ষ্য ২০৩। তাই এক হাড্ডাহাড্ডি দ্বিতীয়ার্ধ যে অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।


ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বল ছাড়তে গিয়ে উড়ল স্টাম্প, কেএল রাহুলের বোল্ড দেখে হতবাক নেটপাড়া