কলকাতা: মাঝে আর একদিন। এরপরই আগামী ২৩ তারিখ কোচিতে বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম পর্ব। কলকাতা নাইট রাইডার্সও তাঁদের পছন্দের প্লেয়ারের তালিকা হয়ত তৈরি করে ফেলেছে। এরই মাঝে কেকেআরের মালিক বলিউড বাদশা শাহরুখ খানের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ট্যুইটারে একটি প্রশ্ন-উত্তর পর্বে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যখন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হয়, আর মহেন্দ্র সিংহ ধোনি ক্রিজে ব্যাট করেন, এই মুহূর্তে কেমন অনুভূতি হয় তাঁর। সেই প্রশ্নেরই ছোট্ট তিন শব্দের উত্তর দিয়েছেন কিং খান। 


কী বলেছেন শাহরুখ?


ধোনিকে কতটা সমীহ করেন শাহরুখ তা বিভিন্ন অনুষ্ঠানেই দেখা গিয়েছে। আর বিশ্বকাপজয়ী অধিনায়ক মাঠে থাকেন যখন, তখন প্রতিপক্ষের দল যে আলাদা মানসিক চাপে থাকে, তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখও সেই সুরেই উত্তর দিয়েছেন। তিনি বলেন, ''হা হা...স্নায়ুর চাপ থাকে''। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২ বছর আগে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারও অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে। ফলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের মাঠে নামবেন ক্যাপ্টেন কুল। তাই আগ থেকেই সতর্ক শাহরুখ।


 






ক্ষুব্ধ কপিল দেব


এদিকে, চাপ সহ্য করতে না পারা ক্রিকেটারদের খেলা ছেড়ে দিয়ে কলা, ডিম বিক্রি করার পরামর্শ দেন ক্ষুব্ধ কপিল দেব। কপিল দেবের মতে জাতীয় দল বা আইপিএল (IPL) খেলার সময় যাঁরা অত্যাধিক চাপ অনুভব করেন এবং সেই নিয়ে অভিযোগ করেন, তাঁদের খেলা চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেন, 'আমি প্রায়শই খেলোয়াড়দের বলতে শুনি যে আমরা আইপিএল খেলছি, প্রচুর চাপ থাকে আমাদের। এটা বলাটা তো খুবই সহজ। আমি ওদের বলব সম্পূর্ণভাবে খেলে ছেড়ে দিতে। কে ওদের খেলার জন্য জোর করছে? এই পর্যায়ে খেললে চাপ তো থাকবেই। ভাল করলে লোকজন প্রশংসা করবে, আবার খারাপ পারফর্ম করলে মন্দ কথা বলতেও ছাড়বে না। যদি সমালোচনা সহ্য নাই করতে পার, তাহলে খেলার কোনও দরকার নেই।