কলকাতা: আলিগড়ের একটি অত্যন্ত সাধারণ ঘরে জন্মানো রিঙ্কু সিংহের (Rinku Singh) ক্রিকেট খেলার পিছনে অন্যতম বড় কারণ ছিল তাঁর পরিবার। তিনি ক্রিকেটে সাফল্য পেয়ে পরিবারের অর্থাভাব দূর করতে তৎপর ছিলেন। সেই অর্থাভাব অনেকটাই মিটেছে। এবার পরিবারের জন্য এক স্বপ্নের বাড়ি কিনে ফেললেন ভারতীয় তারকা ক্রিকেটার।


রিঙ্কুর পুরনো বাড়িও ছিল আলিগড় স্টেডিয়ামের কাছে। চারিপাশের পরিবেশই ক্রিকেটের প্রতি রিঙ্কুর ভালবাসা বাড়ায় এবং ক্রিকেটকে কেরিয়ার হিসাবে বেছে নিতে সাহায্য করে রিঙ্কুকে। তবে চ্যালেঞ্জ ছিল প্রচুর। রিঙ্কুর বাবা, খানচাঁদের সিংহ বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন অতীতে। সেই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়াটাও ছিল ভীষণ চাপের। রিঙ্কু পরিবারের সাহায্যের জন্য ঝাড়ুদারের কাজ পর্যন্ত করেছেন। ছেলের খেলা চালিয়ে যাওয়ার জন্য রিঙ্কুর মাকে টাকা অবধি ধার নিতে হত, বলে রিঙ্কুই একদা জানিয়েছিলেন।


তিনি এর আগেও বলেছেন যে পরিবারের অবস্থার উন্নতি এবং তাঁদের ভাল জীবন দেওয়ার লক্ষ্যেই তাঁকে ক্রিকেটে উন্নতি করার অনুপ্রেরণা জোগায়। সেই লক্ষ্যে আগেই কিছুটা সফল হয়েছিলেন। আইপিএলের চুক্তি তাঁর পরিবারের আর্থিক অবস্থিতি শুধরাতে সাহায্য করে। এবার আরও একধাপ এগোলেন তিনি। পরিবারের জন্য কিনলেন এক ভিলা।


 






এক সময় গোটা পরিবার নিয়ে দুই কামরার বাড়িতে থাকা রিঙ্কু ৫০০ স্কোয়ার গজের বাড়ি কিনেছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর। সেই বাড়ির দাম প্রায় ৩.৫ কোটি টাকা। আলিগড়েই গোল্ডেন এস্টেট, ওজ়োন সিটিতে রিঙ্কুর এই নতুন ভিলা অবস্থিত। দীপাবলিতে রিঙ্কুর সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে আপলোড করা বিভিন্ন ছবিতেই তাঁর নতুন বাড়ির ঝলক দেখা যায়। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সঙ্গে উড়ে যাওয়ার তিনি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সই সাবুত করে বাড়ি নিজের নামে করে ফেলেন।


খবর অনুযায়ী ৩০ অক্টোবরই পরিবারের সঙ্গে বাড়ির কাগজপত্র সই করার মতো সরকারিভাবে না না কাজকর্ম সেরে ফেলেন রিঙ্কু। ঘটনাক্রমে, রিঙ্কুর বাবা ঠিক যে জায়গায় সিলিন্ডার বিলি করতেন, সেই অঞ্চলেই রিঙ্কু এই বিলাসবহুল ভিলা কিনেছেন। এই বাড়ি কেনার ঠিক পরের দিনই সরকারিভাবে রিঙ্কুকে ১৩ কোটি টাকার বিরাট মূল্যে রিটেন করার কথা ঘোষণা করে তাঁর ফ্র্যাঞ্চাইজি। আর্থিক স্বচ্ছলতা, জাতীয় দলে সুযোগ সবটাই হয়েছে। রিঙ্কু যে নিজের লক্ষ্যে সফল হয়েছেন, তা বলাই বাহুল্য।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



আরও পড়ুন: কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে ম্যাড়ম্যাড়ে ড্রয়ে বাংলার প্রাপ্তি সুদীপের শতরান ও সূরযের বোলিং