চেন্নাই: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) দুরন্ত বোলিং বরুণ চক্রবর্তীর (Varun Charavarthy)। তামিলনাড়ুর হয়ে রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচে একাই পাঁচ উইকেট তুলে নিলেন। বঢোদরায় আয়োজিত প্রি কোয়ার্টার ফাইনালের ম্য়াচে ৩৪ বছরের এই স্পিনারের দুরন্ত বোলিংয়ের সুবাদে রাজস্থানকে ২৬৭ রানে বোল্ড আউট করে দেয় তামিলনাড়ু। নিজের ৯ ওভারের স্পেলে ৫২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন বরুণ। সামনেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার আগে বরুণের এই স্পেল নিঃসন্দেহে নির্বাচকদেরও ভরসা বাড়াবে।


ম্য়াচে প্রথমে টস জিতে তামিলনাড়ুর অধিনায়ক সাই কিশোর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম দশ ওভারে বোর্ডে মাত্র ২৪ রান তুলতেই প্রথম উইকেট হারায় রাজস্থান শিবির। দ্বিতীয় উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রাজস্থানের অভিজিৎ তোমার ও ক্যাপ্টেন মাহিপাল লোমহর। ১২৫ বলে ১১ রানের ইনিংস খেলেন অভিজিৎ। অন্যদিকে মাহিপল ৪৯ বলে ৬০ রান করেন। ৩১.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৪ রান বোর্ডে তুলে নিয়েছিল রাজস্থান। সেখান থেকে আচমকাই বরুণের আক্রমণে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান শিবির। পরপর কেকেআর তারকা ফিরিয়ে দেন লোমহর, অভিজিৎ ও দীপক হুডাকে। ৩৬ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় ২০৯/৪। রাজস্থানের শেষ ৯ উইকে হারায় ১৬.১ ওভারে ৮৩ রানের মধ্যে। 


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে থাকবেন কুলদীপ ও চাহাল। এছাড়াও বরুণ চক্রবর্তী শেষ কয়েকটি সিরিজে যা পারফর্ম করেছেন, তাতে তাঁকেও দেখা যেতে পারে জাতীয় দলে। উল্লেখ্য, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন। কিন্তু এরপর তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন। অবশেষে গত বছর অক্টোবরে তিনি ফের জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সুযোগ পান। 


বিজয় হাজারেতে শামির দুরন্ত বোলিং


হরিয়ানার বিরুদ্ধে হেরে গেল বাংলা। কিন্তু বল হাতে দুরন্ত ছন্দে মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার কাছে প্রি কোয়ার্টার ফাইনালে ৭২ রানের বিশাল ব্যবধানে পর্যুদস্ত হল বাংলা। ফের একবার নক আউট পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে লক্ষ্মীরতন শুক্লর দলকে। কিন্তু বল হাতে ৪ উইকেট নেন শামি। যেই ফর্মে বল করলেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু নির্বাচকদের নিঃসন্দেহে তা স্বস্তি দেবে।