নয়াদিল্লি: অজ়িভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শেষ। আপাতত বেশ কয়েকদিন টিম ইন্ডিয়ার লাল বলের সিরিজ় নেই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ২২ জানুয়ারি কলকাতায় ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজ়। সেই সিরিজ়ে অবশ্য কেএল রাহুলকে (KL Rahul) হয়তো খেলতে দেখা যাবে না।


ভারত ও ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই। এই সিরিজ়ের জন্য কেএল রাহুলকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে খেলতে দেখা যাবে। রাহুল নিজেই ইংল্যান্ড সিরিজ়ের জন্য বিশ্রাম চেয়েছেন বলে বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি মাঠে নামতে প্রস্তুত। 


ভারতীয় কোচ গৌতম গম্ভীর ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের হয়ে সওয়াল করেছেন। তবে রাহুল কিন্তু কর্ণাটকের বিজয় হাজারে ট্রফির ম্যাচ থেকে বিশ্রামই চেয়েছেন। লম্বা অজ়ি সফরের পর তিনি খানিকটা সময় পরিবারের সঙ্গেই সম্ভবত কাটাতে চান। বিজয় হাজারেতে তিনি বিশ্রাম চাইলেও অবশ্য রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন কি না, তা এখনও সুনিশ্চিত নয়।


বর্ডার-গাওস্কর ট্রফির আগে রাহুলের জাতীয় দলে জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তবে অজ়িভূমে ভারতীয় দলের হয়ে গুটিকয়েক ব্যাটার যারা রান পেয়েছেন, তাঁদের অন্যতম রাহুল। ১০ ইনিংসে ৩০.৬৬ গড়ে তিনি ২৭৬ রান করেছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ ও সঞ্জু স্য়ামসনের সঙ্গে তাঁর লড়াই। যদিও এই লড়াইয়ে স্যামসনের থেকে আপাতত এগিয়েই রয়েছেন। তাই ইংল্যান্ড সিরিজ়ে না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর জায়গা পাওয়া নিয়ে খুব একটা সংশয় নেই।


প্রসঙ্গত, রাহুল বিশ্রাম নিলেও এই সিরিজ়ে এক মহাতারকার প্রত্যাবর্তন ঘটতে পারে। খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ়েই শামিকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে। শামি ঘরোয়া ক্রিকেটে বহুদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিতে খেলেছেন। তারপরেই আশা ছিল বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে দেখা যাবে। কিন্তু হাঁটুতে হালকা ফোলা থাকায় তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দল। তবে তারকা ফাস্ট বোলার পুরোপুরিভাবে ফিট হওয়ার পথে। কড়া রিহ্যাবের পর তাঁর ফিটনেসের দিকে নজর রেখেছে এনসিএ। তাঁরা ছাড়পত্র দিলেই এ মাসেই জাতীয় দলে শামির প্রত্যাবর্তন ঘটতে পারে।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচ খেলতে নামবে রোহিত বাহিনী, প্রতিপক্ষ কারা?