মেলবোর্ন: খারাপ ফর্ম যেন কেএল রাহুলের (KL Rahul) সঙ্গই ছাড়ছে না। খারাপ ফর্মের জেরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভারতীয় টেস্ট একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। ফর্মে ফেরার লক্ষ্যে তাঁকে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় 'এ' দলের (IND A vs AUS A) হয়ে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হয়। তবে সেখানেও ব্য়র্থ। উপরন্তু, দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুলের আউট দেখে হতবাক সকলে।
অজ়ি স্পিনারের বল ছাড়তে যান কেএল রাহুল। বল যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে। তবে সেই বল রাহুলের প্যাডে লেগে তাঁর অফস্টাম্প ভেঙে দেয়। রাহুল নিজেই খানিকটা বিস্মিত হয়ে যান। রাহুলের এহেন ব্যাটিং দেখে নেটিজেনরাও অবাক। অনেকে মনে করছেন তিনি অফ ফর্মের পাশাপাশি মানসিকভাবেও ঠিকঠাক জায়গায় নেই, অনেকেই আবার তাঁকে সমালোচয় বিদ্ধ করেছেন। লোকজন তো অনেকেই রাহুল এমনভাবে আউট হতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না।
তবে শুধু রাহুল নন, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় 'এ' দলের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। ৭৩ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরে গিয়েছে। প্রথম ইনিংসে ভারতীয় 'এ' দলের ১৬১ রানের জবাবে অস্ট্রেলিয়া 'এ' ২২৩ রান করে। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল মাত্র ১১ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ধ্রুব জুরেলের ৮০ রানের সুবাদেই ভারত খানিকটা রান তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে তিনি এখন ক্রিজে রয়েছেন। তাঁর সংগ্রহ নয় রান। রয়েছেন নীতীশ কুমার রেড্ডিও। তারকা অলরাউন্ডার ১৯ রানে অপরাজিত।
এই ইনিংসেও রাহুলের পাশাপাশি আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণও ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন। তাঁর সংগ্রহ ১৭ রান। তৃতীয় দিনের সকালে ভারতীয়দের সামনে যে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত! মরুদেশে বসবে টুর্নামেন্টের আসর?